Mamata Banerjee : ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম অশান্তি ছড়াতে এসেছিল’, রিষড়া নিয়ে বিস্ফোরক মমতা – chief minister mamata banerjee attacks fact finding team accuses them for spreading hatred


West Bengal Local News: সোমবার নবান্ন থেকে ৩০টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা জল্পনার মাঝেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে এদিন মমতার পাশে দেখা গিয়েছে। এদিন অনুষ্ঠান শেষে রিষড়ার সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আদালতে মামলা হয়েছিল বলে এই প্রসঙ্গে তিনি কোনও কিছু বলেননি।

Rishra Clash News : রিষড়ায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বাধা, চন্দননগরের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ চায় কেন্দ্রীয় দল
এদিন রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া ও রিষড়াতে হিংসার ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এদিন আরও একবার সেই নিয়ে বিজেপিকে নিশানা করার পাশাপাশি কেন্দ্রের পাঠানো ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়েও প্রশ্ন তোলেন মমতা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ অনুমতি দেয়নি, কিন্তু নমাজের সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিছিল করা হয়েছে। বিজেপি বন্দুক নিয়ে নাচ করেছে। মিছিলে বুলডোজার ও ট্র্যাক্টর নিয়ে গিয়ে উন্মত্তের মতো নৃত্য করেছে। কার অনুমতিতে এই কাজ করা হল! মুঙ্গের থেকে লোক নিয়ে আসা হয়েছে। আমাদের রাজ্যের লোকেরা একসঙ্গে থাকতে ভালোবাসেন। পুলিশ সেই কারণে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পদক্ষেপ করেছে।”

Mamata Banerjee : হিংসা ছড়ালে সম্পত্তি ‘বাজেয়াপ্ত’, হুঁশিয়ারি মমতার
গোটা এলাকা শান্ত হয়ে যাওয়ার পরও ফ্যাক্ট ফাইন্ডিং টিম ফের এলাকাকে অশান্ত করতে এসেছে বলে বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “এলাকা শান্ত হয়ে গিয়েছিল। ফের অশান্ত করতে এসেছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এই টিম খায় না মাথায় দেয়! সব ব্যাপারে একটা করে দল পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোনও গণতন্ত্র নেই। সংবাদমাধ্যমকেও বিজেপির পক্ষে বলে বলা হচ্ছে যে কোন খবর দেখাতে হবে।”

এদিন নবান্ন থেকে ৩০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই অ্যাম্বুলেন্সগুলির ফলে রোগীদের অনেক সুবিধা হবে। তাঁর সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে আমূল বদলে গিয়েছে, এদিন সেই কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে।

Mamata Banerjee : ‘রামনবমীর মিছিল ৫ দিন হবে কেন?’, প্রশ্ন মমতার
মমতা বলেন, “আমদের রাজ্যসভার সাংসদরা এমপি ল্যাডের টাকা আমাকে দেয়, সেটা টাকা দিয়ে আগেও ৬২৫টি অ্যম্বুলেন্স দেওয়া হয়েছে। আজ ১০ কোটি টাকা খরচ করে এই অ্যাম্বুলেন্সগুলি দেওয়া হল। এর পাশাপাশি এমপি ল্যাড থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের উন্নয়নের জন্য ১ কোটি টাকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যসভা সাংসদদের তহবিলের টাকা থেকে জেলা জেলায় ৮৪টি কমিউনিটি সেন্টার তৈরি করে দেওয়া হবে। ফলে সেখানকার বাসিন্দারা সহজেই যে কোনও সাংস্কৃতিক বা পারিবারিক অনুষ্ঠান সেখানে করতে পারবেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *