Abhishek Banerjee : বাঁকুড়ায় আজ অভিষেক, লাখ লাখ জমায়েতই দলের লক্ষ্য – abhishek banerjee meeting will be in bankura today


এই সময়: বাঁকুড়ায় আজ বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় অন্তত এক লক্ষ লোক জমায়েতের পরিকল্পনা করেছে তৃণমূল। ওন্দাতে অভিষেকের এই সভায় তৃণমূলের বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা থেকে জোড়াফুলের কর্মী-সমর্থকরা যাবেন। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, চন্দ্রকোনা রোড থেকে তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশ এই সমাবেশে যেতে পারেন।

Abhishek Banerjee : এক কোটি চিঠির লক্ষ্যে আজ বৈঠকে অভিষেক
বাঁকুড়ার তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, কলকাতা থেকে হেলিকপ্টারে ওন্দা বিডিও অফিসের পাশে নামবেন অভিষেক। সেখান থেকে সড়কপথে ওন্দা স্টেডিয়ামে পৌঁছবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০১৯ লোকসভা নির্বাচনে বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুটি কেন্দ্রে তৃণমূল পরাজিত হয়েছিল। বিধানসভা নির্বাচনেও এই জেলায় গেরুয়া শিবির তৃণমূলের থেকে বেশি আসনে জয়ী হয়েছিল। ওন্দা কেন্দ্রে বিজেপির অমরনাথ শাখা জয়ী হয়েছিলেন।

Abhishek Banerjee :’…বিরোধীদের মনোনয়ন জমা দেবে তৃণমূল’, পঞ্চায়েত নিয়ে দলকে ‘শাসন’ অভিষেকের
বাঁকুড়ায় জোড়াফুলের হারানো জমি পুনরুদ্ধার করতে অভিষেক আগেই তৎপর হয়েছেন। সেই অনুযায়ী ব্লক স্তর থেকে সাংগঠনিক রদবদল আগে হয়েছে। শাখা সংগঠনেও রদবদল করা হয়েছে। উল্টোদিকে গেরুয়া শিবিরে বিধানসভা নির্বাচনের পরে ভাঙন ধরেছে। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ শিবির বদল করেছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ায় তৃণমূল হারানো জমি পুনরুদ্ধার করতেই অভিষেক নিজে ময়দানে নেমেছেন বলে দলীয় নেতৃত্বের বক্তব্য। অভিষেকের এই সভায় অরূপ চক্রবর্তী, জ্যোৎস্না মাণ্ডি প্রমুখ জেলা নেতৃত্ব থাকবেন।

Mamata Banerjee : হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে মমতা বৈঠক করবেন ২০শে
পঞ্চায়েত নির্বাচন নিয়ে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে দলের নেতৃত্বকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন অভিষেক। জেলা অথবা ব্লক স্তরে কোনও গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না- সেই বার্তা দিয়েছেন। এই ভার্চুয়াল বৈঠকের পাশাপাশি মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের সাংগঠনিক জেলার তৃণমূলের প্রথম সারির একদল নেতাকে ক্যামাক স্ট্রিটে ডেকে বৈঠক করেছেন অভিষেক।

Abhishek Banerjee-Soumitra Khan : ‘আলিবাবা ৪০ চোরকে নিয়ে আসছে…’, অভিষেককে কটাক্ষ BJP সাংসদের
যদিও এই বৈঠকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ছিলেন না। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলেও অর্জুনের সঙ্গে জোড়াফুল নেতাদের সম্পর্ক পুরোপুরি মসৃণ হয়নি বলে তৃণমূলের একাংশের বক্তব্য। অর্জুনের এই গরহাজিরা নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ দিন বলেন, ‘অর্জুন সিংকে ডাকা হয়েছিল নাকি ডাকা হয়নি, তিনি কলকাতায় আছেন নাকি নেই, এই বিষয়ে আমার কিছু জানা না, তাই কোনও মন্তব্য করব না।

Abhishek Banerjee : ‘১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব’, পয়লা বৈশাখের নয়া কর্মসূচি ঘোষণা অভিষেকের
এটা একেবারে সাংগঠনিক বৈঠক ছিল।’ এই নিয়ে অর্জুনের কোনও প্রতিক্রিয়া এ দিন পাওয়া যায়নি। তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা নেতৃত্বও কোনও মন্তব্য করেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *