Darjeeling Tour : শিলিগুড়ি থেকে পাহাড় যেতে নাকাল পর্যটকরা, বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ – darjeeling tourist facing problem because of traffice jam while reaching darjeeling


ভিড়ে ঠাসা শৈলশহর। গরম পড়তেই এখন দার্জিলিঙে ভিড় করছেন পর্যটকেরা। দার্জিলিঙের ম্যাল তো বটেই, টাইগার হিলেও পা রাখার জায়গা নেই। টাইগার হিলে থিকথিকে ভিড়ে সূর্যোদয় দেখতে হচ্ছে পর্যটকদের। ম্যালেও পা রাখার জায়গা পর্যন্ত নেই। এদিকে দার্জিলিঙে পৌঁছতে গিয়ে যানজটে নাকাল হতে হচ্ছে পর্যটকদের।কার্শিয়াং, সোনাদা, ঘুম সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই ব্যাপক যানজট। গাড়ির লম্বা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে পর্যটকদের। ট্যুর অপারেটর ও বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিকার জানিয়েছেন, বেশ কয়েকদিন ডুয়ার্সেও পর্যটকদের ভিড় বেড়েছে।

West Bengal Tourism : সিকিম ধসে বন্ধ ছাঙ্গু-নাথুলা, দার্জিলিং-ডুয়ার্সের দিকে ঝোঁক বাড়ছে পর্যটকদের
সিকিমে কিছুদিন আগে তুষারপাতের জেরে রাস্তা বন্ধ ছিল। তুষারধসের ঘটনার পর আতঙ্কে পর্যটকদের অনেকেই সিকিম সফর বাতিল করে দেন। সিকিম সফর বাতিলের পর পর্যটকদের দার্জিলিং যাওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে। সেই কারণে দার্জিলিঙে হুহু করে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে।

পর্যটকদের ভিড় বাড়তে চলতি সপ্তাহ থেকে দার্জিলিংঙে ব্যাপকভাবে ভিড় বাড়তে শুরু করেছে। ট্যুর অপারেটররা বলছেন, সিকিমের ঘটনার পর একাংশ পর্যটকেরা ভয়ে রয়েছেন। সেখানে মাঝেমধ্যেই তুষারপাতের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। ফলে দার্জিলিং, কালিম্পং এখন পর্যটকদের পছন্দের তালিকায় সবার উপরে।

Sikkim Avalanche News : ভয়াবহ ধসে মৃত ২ বাঙালি পর্যটক, বাতিল উত্তর ও পূর্ব সিকিমের পারমিট
ইতিমধ্যেই দার্জিলিং শহরের অধিকাংশ হোটেলেই জায়গা নেই। শনিবার পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের কারণে অনেকেই আগাম হোটেল বুকিং সেরে ফেলেছেন। দার্জিলিঙ শহরের এই চেনা ভিড় ফের হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের মানুষ।

বিকাশ রায় নামে এক গাড়ি চালক এই প্রসঙ্গে বলেন, “করোনার সময়ে দার্জিলিঙের ভিড় একেবারেই ছিলনা। গত বছরের তুলনায় এবছর ভিড় অনেকটাই বেশি। সেই কারণে আমরা খুশি। আমাদেরও বেশ কিছু টাকা রোজগার হচ্ছে।” তবে এনজেপি থেকে দার্জিলিং বা কালিম্পং যাওয়ার গাড়ি ভাড়াও বেশ কিছুটা বেড়েছে। এখন শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে ছোট গাড়ির ভাড়া ২৫০০-৩৫০০ টাকা নেওয়া হচ্ছে। বড় গাড়ির ভাড়া ৪৫০০-৫০০০ টাকা। মে মাস পর্যন্ত এই ভিড় আরও বাড়বে বলেই জানা গিয়েছে।

Darjeeling Car Rental : সান্দাকফু থেকে শিলিগুড়ি, পর্যটক ভর্তি গাড়ি নিয়ে পাকদণ্ডীতে সাবলীল প্রথম মহিলা চালক পুনম
যেভাবে পর্যটকদের ভিড় বাড়ছে তাতে ট্যুর অপারেটররাও খুশি। এদিকে যানজটের কারণে শিলিগুড়ি থেকে দার্জিলিং শহর পৌঁছাতে প্রায় চার ঘণ্টা সময় লেগে যাচ্ছে। যা কিছুটা চিন্তা বাড়িয়েছে পর্যটকদের। অভিষেক ঘোষ নামে মধ্যমগ্রামে এক পর্যটক বলেন, “গাড়ি ভাড়া বেশ কিছুটাই বেশি নেওয়া হচ্ছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে সময়ও অনেকটাই বেশি লাগছে বলে শুনলাম। তবে পাহাড়ে এত পর্যটক দেখে ভালো লাগছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *