Haimanti Ganguly : নববর্ষের দিন ৩ ফ্ল্যাটে সারপ্রাইজ ভিজিট CBI-এর, ‘হাওয়া’ হৈমন্তী – cbi surprise visit to haimanti ganguly three flats


ফের একবার নিয়োগ দুর্নীতি মামলায় শিরোনামে হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly)। শনিবার ফের একবার তাঁর খোঁজে নামে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন প্রথমে হৈমন্তীর হরিদেবপুরের ফ্ল্যাটে হানা দেয় CBI। সেখানে তল্লাশি অভিযানের পর হাওড়ার বাকসাড়ার বাড়িতে পৌঁছয় তারা। দু’টি ফ্ল্যাটই সিল করে দেওয়া হয়। এরপর রাতে তদন্তকারী আধিকারিকরা পৌঁছন হৈমন্তীর গোরাবাজারের ফ্ল্যাটে। সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও হৈমন্তীর কোনও খোঁজ মেলেনি। শেষ পর্যন্ত গোরাবাজারের ফ্ল্যাটও সিল করে দেয় CBI।

Gopal Dalapati News : পানওয়ালা থেকে অংকের মাস্টার, নিয়োগ দুর্নীতিতে সেই গোপালের বাড়িতে CBI
এদিন সকালেই হৈমন্তীর স্বামী গোপাল দলপতির বাড়িতে হানা দেয় CBI। তার কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাওড়া সহ তিন জায়গায় তিনটি বিলাসবহুল ফ্ল্যাটে পৌঁছয় তদন্তকারী আধিকারিকদের দল। জানা গিয়েছে, এই টিমে ছিলেন CBI-এর পাঁচ জন আধিকারিক। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। সূত্রের খবর, CBI-এর গোয়েন্দারা হৈমন্তীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন।

Gopal Dalapati : প্রশ্ন সাজানো হচ্ছে গোপালের জন্য? এখনই জিজ্ঞাসা নয় হৈমন্তীকে
শনিবার নববর্ষের প্রথমদিনই নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI-এর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে একাধিক জেলায় দল পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। নানা ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত বলে যাঁদের বিরুদ্ধে সন্দেহ, তাঁদের বাড়িতে গিয়ে নথিপত্রের খোঁজ করা হয়েছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৩২ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও তল্লাশি অভিযান চলছে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। শুক্রবার দুপুরে সেখানে ঢোকে CBI। শনিবার রাত পর্যন্ত তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *