এদিন সকালেই হৈমন্তীর স্বামী গোপাল দলপতির বাড়িতে হানা দেয় CBI। তার কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাওড়া সহ তিন জায়গায় তিনটি বিলাসবহুল ফ্ল্যাটে পৌঁছয় তদন্তকারী আধিকারিকদের দল। জানা গিয়েছে, এই টিমে ছিলেন CBI-এর পাঁচ জন আধিকারিক। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। সূত্রের খবর, CBI-এর গোয়েন্দারা হৈমন্তীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন।
শনিবার নববর্ষের প্রথমদিনই নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI-এর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে একাধিক জেলায় দল পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। নানা ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত বলে যাঁদের বিরুদ্ধে সন্দেহ, তাঁদের বাড়িতে গিয়ে নথিপত্রের খোঁজ করা হয়েছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৩২ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও তল্লাশি অভিযান চলছে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। শুক্রবার দুপুরে সেখানে ঢোকে CBI। শনিবার রাত পর্যন্ত তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলছে।