সোমবার পুরুলিয়ায় এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনে করেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত। এদিন তিনি বলেন, “যেহেতু রাজ্য সরকার প্রতিশ্রুতি রক্ষা করে নি তাই আমরা আলোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি।” সেখানেই আগামী নির্বাচনে তৃণমূলকে সমর্থন না জানানোর কথা ঘোষণা করা হয়।
এদিনের সাংবাদিক বৈঠকে জানানো হয়, আগামী পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী কুড়মি সমাজ শাসক দলের তীব্র বিরোধিতা করবে। আদিবাসী কুড়মি সমাজের কোনও নেতৃত্ব নির্বাচনে অংশ গ্রহণ করবে না। কোনও রাজনৈতিক মিটিং মিছিলে অংশ গ্রহণ করবে না। কুড়মিদের দেওয়ালে বিনা অনুমতিতে রাজনৈতিক দলের প্রচার করতে দেওয়া হবে না। এমনকি নিজেদের মিটিং মিছিলে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হতে হবে।
কুড়মি জনজাতিকে অ-আদিবাসী বলার তীব্র বিরোধিতা করছে আদিবাসী কুড়মি সমাজ। প্রয়োজনে তথ্য প্রমান নিয়ে জন সমক্ষে আসল তথ্য তুলে ধরা হবে। যদিও এদিন সাংবাদিক সম্মেলনে অজিত প্রসাদ মাহাত স্পট জানিয়ে দিয়েছেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কে সমর্থন করছেন না তারা।
তবে, বিষয়টিকে এখনই বিশেষভাবে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তার পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি বলেন, “এটা ওদের চিন্তা ভাবনা, ওরা বলতেই পারেন। তবে কেউ বললেই যে সবাই সে কথা মানবেন না সেটা নাও হতে পারে। আর কুড়মি সমাজের ভোটও তো ভাগ হয়। যারা আমাদের দলের তাঁরা নিশ্চয় আমাদের ভোট দেবেন। “
প্রসঙ্গত, কুড়মিদের আদিবাসী তালিকাভুক্তি-সহ বিভিন্ন দাবি নিয়ে গত একমাস ধরে আন্দোলন চালিয়ে গিয়েছে কুড়মি সমাজ। রেল, জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি বন্ধ করে দেওয়া হলেও রাজ্যের একাধিক সড়ক অবরোধ করার পরিকল্পনা নিয়েছিল তাঁরা। রাজ্যের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেও মেলেনি কোনও সুস্পট সমাধান সূত্র। এমত অবস্থায় কুড়মি সমাজের এই তৃণমূল বয়কটের ডাক কতোটা সুদূরপ্রসারী হয়, সেটা সময় বলবে।