Purulia : আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসী সমর্থন নিয়ে চিন্তার ভাঁজ পড়তে চলেছে শাসকদলের কপালে। নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন না জানানোর ঘোষণা কুড়মি সমাজের। একাধিক বিষয় নিয়ে বিগত কয়েক বছর ধরে জঙ্গলমহল এলাকা জুড়ে একের পর এক আন্দোলন, চাকা জ্যাম কর্মসূচি নিয়েছে আদিবাসী কুড়মি সংগঠন। এবার সরাসরি নির্বাচনে তৃণমূল সমর্থন না জানানোয় শাসকদলকে বেগ পেতে হবে বলে ধারণা রাজনৈতিক মহলে।

Kurmi Protest: কুড়মিদের বিরুদ্ধে বেআইনি জমায়েত ও জাতীয় সড়ক অবরুদ্ধের অভিযোগ তুলে মামলা পুলিশের
সোমবার পুরুলিয়ায় এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনে করেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত। এদিন তিনি বলেন, “যেহেতু রাজ্য সরকার প্রতিশ্রুতি রক্ষা করে নি তাই আমরা আলোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি।” সেখানেই আগামী নির্বাচনে তৃণমূলকে সমর্থন না জানানোর কথা ঘোষণা করা হয়।

Jhargram News : অনির্দিষ্টকালের জন্য ঝাড়গ্রামের DM অফিস ঘেরাও আদিবাসী সংগঠনের, বন্ধ পরিষেবা
এদিনের সাংবাদিক বৈঠকে জানানো হয়, আগামী পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী কুড়মি সমাজ শাসক দলের তীব্র বিরোধিতা করবে। আদিবাসী কুড়মি সমাজের কোনও নেতৃত্ব নির্বাচনে অংশ গ্রহণ করবে না। কোনও রাজনৈতিক মিটিং মিছিলে অংশ গ্রহণ করবে না। কুড়মিদের দেওয়ালে বিনা অনুমতিতে রাজনৈতিক দলের প্রচার করতে দেওয়া হবে না। এমনকি নিজেদের মিটিং মিছিলে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হতে হবে।

Dondi Controversy : ‘আদিবাসীরা আমাদের পাশেই আছে…’, দণ্ডি বিতর্ক উড়িয়ে জনসংযোগে নতুন মহিলা সভানেত্রী
কুড়মি জনজাতিকে অ-আদিবাসী বলার তীব্র বিরোধিতা করছে আদিবাসী কুড়মি সমাজ। প্রয়োজনে তথ্য প্রমান নিয়ে জন সমক্ষে আসল তথ্য তুলে ধরা হবে। যদিও এদিন সাংবাদিক সম্মেলনে অজিত প্রসাদ মাহাত স্পট জানিয়ে দিয়েছেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কে সমর্থন করছেন না তারা।

Bangla Bandh : রাজ্য জুড়ে চলছে আদিবাসী সেঙ্গেল অভিযানের বাংলা বনধ, বিপর্যস্ত জনজীবন
তবে, বিষয়টিকে এখনই বিশেষভাবে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তার পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি বলেন, “এটা ওদের চিন্তা ভাবনা, ওরা বলতেই পারেন। তবে কেউ বললেই যে সবাই সে কথা মানবেন না সেটা নাও হতে পারে। আর কুড়মি সমাজের ভোটও তো ভাগ হয়। যারা আমাদের দলের তাঁরা নিশ্চয় আমাদের ভোট দেবেন। “

Bangla Bandh : সোমবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক আদিবাসী সেঙ্গেল অভিযানের
প্রসঙ্গত, কুড়মিদের আদিবাসী তালিকাভুক্তি-সহ বিভিন্ন দাবি নিয়ে গত একমাস ধরে আন্দোলন চালিয়ে গিয়েছে কুড়মি সমাজ। রেল, জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি বন্ধ করে দেওয়া হলেও রাজ্যের একাধিক সড়ক অবরোধ করার পরিকল্পনা নিয়েছিল তাঁরা। রাজ্যের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেও মেলেনি কোনও সুস্পট সমাধান সূত্র। এমত অবস্থায় কুড়মি সমাজের এই তৃণমূল বয়কটের ডাক কতোটা সুদূরপ্রসারী হয়, সেটা সময় বলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version