Bardhaman News : ইদের নমাজ সেরে বন্ধুর বাবার ঘাটকাজে মুজিবর – bardhaman muslim youth joined the work of funeral of his friend father after doing namaz


সূর্যকান্ত কুমার কালনা
কাকু বলে ডাকলেও বন্ধুর বাবাকে নিজের বাবার মতোই দেখে এসেছিলেন মুজিবর শেখ। তেমনই বড় ছেলে অমিতাভর বন্ধু মুজিবরকে নিজের ছেলে হিসেবে ভাবতেন সমরেন্দ্রনারায়ণ চট্টোপাধ্যায়। কিছুদিন রোগ-ভোগের পর গত ১৩ এপ্রিল প্রয়াত হয়েছেন পূর্বস্থলীর চুপি কালীতলার বাসিন্দা সমরেন্দ্রনারায়ণ। তাঁর সৎকার থেকে প্রতি মুহূর্তে চট্টোপাধ্যায় পরিবারের পাশে থেকেছেন মুজিবর।

Bankura News : কষ্ট করে প্রতিষ্ঠিত করেছেন সন্তানদের, সেই মা-দের সংবর্ধনা কেন্দ্রীয় মন্ত্রীর
শনিবার ছিল ঘাটকাজ। কিন্তু, ওই দিনই আবার ছিল ঈদ। সমরেন্দ্রর ২ ছেলের সঙ্গে পিতৃশোকের ভাগীদার হয়ে ঈদের নমাজ সেরে ঘাটে গিয়ে মাথাও কামান মুজিবর। আর রবিবার শ্রাদ্ধশান্তির সমস্ত আচার-অনুষ্ঠানে সামনে থেকে অংশ নিলেন তিনি। সম্প্রীতির ছবি তো বটেই, একইসঙ্গে ধর্ম, জাতপাতের উপরে যে মানবধর্মই সত্য, তা ফের দেখিয়ে দিলেন মুজিবর শেখ- এমনই বলছেন পূর্বস্থলীর চুপি কালীতলার মানুষ।

রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিলেন সমরেন্দ্র। তাঁর দুই ছেলে। অমিতাভ আর অরুণাভ। অমিতাভর সঙ্গে অভিন্নহৃদয় বন্ধুত্ব মুজিবরের। সেই সূত্রে প্রায় ৩৫ বছর ধরে চট্টোপাধ্যায় পরিবারে যাতায়াত তাঁর। অমিতাভ বলেন, ‘বাবা মুজিবরকে নিজের সন্তান হিসেবেই দেখতেন। রোজা চললেও এই ক’দিন অসুখের সময়ে বাবার পাশে থাকার পাশাপাশি শেষকৃত্যের দিনও আগাগোড়া ছিল মুজিবর।

Eid Mubarak Wishes: নমাজ শেষে কোলাকুলি, সঙ্গে দেদার খাওয়া-দাওয়া, খুশির ইদের টুকরো ছবি
শনিবার ঘাটকাজের সময়ে ঈদের নমাজ পড়ে সোজা ঘাটে গিয়ে ও আমাকে বলল, ‘আমিও মাথা ন্যাড়া করব, না-হলে কাকু আমার উপর রাগ করবেন। আর রবিবার শ্রাদ্ধানুষ্ঠানে আমাদের ২ ভাইয়ের পাশে করজোড়ে ঠায় বসে রইল পুরো সময়।’ তাঁর কথায়, ‘আজকের দিনে যেখানে ধর্মে-ধর্মে বিভেদ দেখা যায়, জাতপাতকে খুব বড় করে দেখা হয়, সেই জায়গায় মুজিবর এক মুক্ত বাতাসের নাম।

Purulia News : ভুললেন বাড়ির ঠিকানা, মাংস কিনে ফেরার পথে স্মৃতিভ্রম বৃদ্ধের
ওর উদার মন সমাজকে যে বার্তা দিল তাতে শেষ পর্যন্ত মানবতার জয় হলো।’ অমিতাভর মা মমতা চট্টোপাধ্যায়ও বলছেন, তাঁর দুই ছেলের সঙ্গে মুজিবরও বাড়ির আর এক সন্তান। বলেন, ‘অসুস্থ অবস্থায় আমার স্বামীর খুব সেবাযত্ন করেছে। হাসপাতালে নিয়ে যাওয়া, সেখান থেকে নিয়ে আসা- ও কী না করেছে। কালও মাথা ন্যাড়া করেছে।

Eid Mubarak Wishes : পবিত্র ঈদের একমুঠো শুভেচ্ছা জানান প্রিয়জনদের, WhatsApp, Facebook এ পাঠান বার্তা
ও তো আমাদেরই ছেলে।’ মুজিবর অবশ্য এত কিছু ভাবছেন না। তাঁর কথায়, এটাই কি স্বাভাবিক নয়? বলেন, ‘এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক বহু পুরোনো। কাকু আমাকে ছেলের মতো ভালবাসতেন। তাই শনিবার ঈদের নমাজ পড়ে ঘাটে গিয়ে মাথা ন্যাড়া করে শোকপালন করছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *