Black Panther In Darjeeling : দার্জিলিঙের রাস্তায় দেখা মিলেছে ব্ল্যাক প্যান্থারের, গতিবিধি পর্যবেক্ষণে বাড়ছে ট্র্যাপ ক্যামেরার সংখ্যা – black panthers are often seen in darjeeling road forest department is increasing the number of trap cameras to observe


Darjeeling News : প্রায়শই দার্জিলিঙে ইতিউতি দেখা মিলছে কালো চিতাবাঘের। কালো চিতাবাঘ বা ম্যালানিস্টিক লেপার্ডের সংখ্যা আগের তুলনায় বেড়েছে বলেই ধারণা বন বিভাগের। বাঘের গতিবিধি নজর রাখতে এবার ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে জঙ্গলে। গত কয়েকমাসে যেভাবে কালো চিতাবাঘের দেখা মিলছে তাতে বনকর্তাদের অনুমান, পাহাড়ে ভালো সংখ্যাতেই রয়েছে কালো চিতাবাঘ। তবে কতগুলি কালো চিতাবাঘ রয়েছে তা জানতে সুমারি না হলেও এখন ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে।

Tiger : বাঘেদের আনাগোনা বুঝতে উত্তরের অরণ্যে পনেরোশো ক্যামেরা ট্র্যাপ
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, পাহাড়ি রাস্তায় পারাপার করছে একটি কালো চিতাবাঘ। এর আগেও বেশ কয়েকবার দার্জিলিঙের রাস্তায় কালো চিতাবাঘ দেখা গিয়েছে। ফের একটি কালো চিতাবাঘের ভিডিয়ো সামনে এসেছে। চিত্র নামের এক এলাকার কাছে একটি কালো চিতাবাঘকে রাস্তা পার হতে দেখা যায়। এক গাড়ি চালক সেই ভিডিয়োটি করেন। এরপরই সোশাল মিডিয়ায় ভিডিয়োটি ছড়িয়ে যায়। বন দফতরের আধিকারিকেরাও ভিডিয়োটি দেখেছেন।

Leopard Attack : চা বাগানে কাজ করার সময় হঠাৎই ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, তারপর…
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে মিরিকের কাছেও একটি কালো চিতাবাঘ দেখা গিয়েছিল। কয়েকমাস আগে মানেভঞ্জন এলাকায় একটি কালো চিতাবাঘের দেহ উদ্ধার হয় রাস্তার উপর থেকে। সে সময় জানা গিয়েছিল দুটি চিতাবাঘের লড়াইতে কালো চিতাবাঘটির মৃত্যু হয়েছিল। এরপর থেকেই পাহাড়ি বেশকিছু এলাকায় কালো চিতাবাঘ যে রয়েছে তা স্পষ্ট হয়ে যায়।

Buxa Tiger Reserve : বক্সার ছবির বাঘ আসলে পরিযায়ী, মানলেন বনকর্তা
পঙ্কজ সূর্যবংশী (ডিএফও) দার্জিলিং জানান, “এরকম কালো প্রচুর চিতাবাঘ রয়েছে। কিন্তু এখনই সেনসাস হচ্ছে না। ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়িয়ে নজরদারি চালানো হবে।” বেশ কিছু জায়গায় ট্র্যাপ ক্যামেরা রয়েছে। তবে আরও কিছু ট্র্যাপ ক্যামেরা শীঘ্রই বসানো হবে।

Royal Bengal Tiger : সেঞ্চুরি পার করল সুন্দরবনে বাঘের সংখ্যা, খুশি বন দফতর
সেগুলিতে কালো চিতাবাঘের চলাচল ধরা পড়বে বলে বনকর্তাদের অনুমান। কোন কোন এলাকায় এর আগে কালো চিতাবাঘ দেখা গিয়েছে তা খোঁজ করে সেই এলাকার জঙ্গল ও জঙ্গল লাগোয়া এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসিয়ে বনকর্মীরা নজরদারি চালাবেন বলে খবর।

Leopards Rescued: পরপর চিতাবাঘ উদ্ধার! কারণটা কী

উত্তরবঙ্গের বিস্তীর্ণ পাহাড়ি জঙ্গলে ব্ল্যাক প্যান্থার থাকার সম্ভাবনা বেশি বলে মনে করেন বন আধিকারিকরা। এখনও দার্জিলিঙের বিভিন্ন জঙ্গলে ব্ল্যাক প্যান্থার রয়েছে। তবে আগে খুব একটা এদের দেখা মিলত না। বর্তমানে মাঝেমধ্যেই কালো চিতাবাঘের দেখা মেলায় বাঘের সংখ্যা আগের তুলনায় বেড়েছে বলেই মনে করা হচ্ছে। মূলত ঘন জঙ্গল এদের বেশি পছন্দ। দার্জিলিঙের পাহাড়ের গভীর জঙ্গলকেই এরা থাকার জন্য বেশি নিরাপদ বলে মনে করে, এমনই ধারনা বন বিশেষজ্ঞদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *