Abhishek Banerjee : ‘শপথ নিয়েছি, মানুষের মতামত নিয়েই বাড়িতে ফিরব’, আত্মপ্রত্যয়ী অভিষেক – abhishek banerjee says no one can force trinamool congress to be candidate in upcoming pachayat election


কোচবিহার থেকে আজই ‘তৃণমূলে জন জোয়ার’ কর্মসূচির সূচনা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে দিনহাটা, সিতাই, শীতলকুচিতে একের পর এক জনসভা করেন অভিষেক। শীতলকুচির ক্যাম্পে দলের জেলা থেকে শুরু করে বুথস্তরের নেতাদের নিয়ে অধিবেশন ও গ্রামবাংলার মতামত কর্মসূচি আয়োজন করা হয়েছিল। সেখানেও বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ।

গ্রামবাংলার মতামত কর্মসূচিতে কোচবিহারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, বুথ ও অঞ্চল সভাপতিরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি সমাজের বিশিষ্ট অরাজনৈতিক ব্যক্তিত্বদেরও আমন্ত্রণ জানানো হয়। তাদের সামনেও বক্তব্য রাখেন অভিষেক এবং কেন তৃণমূল এই নতুন কর্মসূচি নিয়েছে তারও ব্যখা করেন অভিষেক।

Abhishek Banerjee : অভিষেক যেতেই TMC vs TMC! গোপন ব্যালট ছিনতাইয়ের অভিযোগে উত্তপ্ত সাহবেগঞ্জ-গোঁসানিমারি
এদিন তৃণমূল সাংসদ বলেন, “উত্তরবঙ্গ বলে কোনও কিছু আছে বলে আমার মনে হয় না। কোচবিহার থেকে কাকদ্বীপ, সবটাই এক। তার নাম পশ্চিমবঙ্গ। এখানে সকল বুথ সভাপতিরা উপস্থিত রয়েছেন। অনেক সময় মানুষ আমাকে অভিযোগ জানিয়েছেন, যে ভোটের পর পঞ্চায়েত প্রধান বা বুথ সভাপতিরা ফোন ধরেন না। আপনাদের কথা শুনতেই আমি এখানে এসেছি। পঞ্চায়েতে মানুষ তাঁদের প্রার্থী ঠিক করবে। তাতে কিছু লোকের সমস্যা হলেও কিছু করার নেই।”

Abhishek Banerjee : ‘জানতাম এমন হবে!’ প্রার্থী বাছতে গোঁসামারিতে পুনর্নিবাচন ঘোষণা অভিষেকের
অভিষেকের সভার পর গোপন ব্যালটে ভোটদান ঘিরে উত্তেজনা ছড়ায় সাহেবগঞ্জ ও গোঁসাইমারিতে। আগামিকাল সেখানে পুনর্নিবাচনের নির্দেশ দিয়েছেন তৃণমূল সাংসদ। এদিন ফের একবার এই কর্মসূচি থেকে সেই নিয়ে মুখ খোলেন অভিষেক। তিনি বলেন, “যাঁরা ভেবেছে ১০টা লোক পাঠিয়ে প্রার্থী হওয়ার দৌড়ে একটু এগিয়ে থাকব, তাঁর মুর্খের স্বর্গে বাস করছে। এখানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা তাঁবু রয়েছে। সেখানে গিয়ে ভোট দিন। কোনও তাঁবুতে বিশৃঙ্খলা হলে ভোট সম্পূর্ণভাবে বাতিল হবে।”

কোচবিহারের সভা থেকে একটি ফোন নম্বর দিয়ে মানুষের মতামত জানানোর কথা বলে শোনা যায় অভিষেককে। তিনি জানিয়েছেন, চার ঘণ্টায় কোচবিহার জেলার প্রায় ২০ হাজার মানুষ ফোন করে তাঁদের মতামত জানিয়েছেন।

Panchayat Election : পঞ্চায়েতে প্রার্থী বাছাইতে তৃণমূলের ‘নব জোয়ার’, ২ মাস পথে অভিষেক

অভিষেক বলেন, “মানুষ আমাদের সবরকম ভাবে সমর্থন করেছে। ক্ষমতায় থেকে কোনও রাজনৈতিক দল রাস্তায় নামে না। তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যাঁরা ক্ষমতায় থেকে মানুষেক কাছে যায়। আপনার আজই বাড়ি ফিরে যেতে পারবেন। আমি এখনও ৫৯ দিন বাড়ি ফিরতে পারব না। শপথ নিয়েছি, মানুষের মতামত নিয়ে তবেই বাড়িতে ফিরব। মানুষের পঞ্চায়েত গড়ে ফিরব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *