Bankura News : একসঙ্গে একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্ক বাঁকুড়ার তালডাংরা এলাকায় – theft in multiple houses at bankura taldangra village


West Bengal News : একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বাঁকুড়ার তালডাংরা থানা এলাকার খালগ্রাম পঞ্চায়েতের লদ্দা গ্রামে। শনিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস এই গ্রামের একটা বড় অংশের মানুষ জীবিকার সন্ধানে বাড়ির বাইরে থাকেন। ফলে এই চুরির ঘটনায় ওই এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেই জানিয়েছেন।

গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে, ওই গ্রামের শেখ সিরাজুলের বাড়িতে থাকা নগদ ৯৭ হাজার টাকা, তিন ভরি গয়না, শেখ আখতারের বাড়ি থেকে গয়না ও নগদ ২ হাজার টাকা, রকিব খাঁয়ের এক বস্তা কাঁসার বাসন ও নগদ ৩ হাজার টাকা সহ বেশ কিছু রুপোর গয়না চোরের দল নিয়ে গিয়েছে।

Purba Medinipur News : ভিক্ষুকের বেশে গৃহস্থের বাড়িতে ঢুকে চুরি! হাতেনাতে পাকড়াও ২ মহিলা
এই বিষয়ে গ্রামবাসী শেখ সিরাজুল বলেন, “আমি বাড়িতে ছিলাম না। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে চোরের দল।” আর এক গ্রামবাসী শাহানা বিবি বলেন, “গত রাতে বাড়িতে ছিলাম না, বাপের বাড়িতে জলসায় উপস্থিত ছিলাম। এখন সব কিছু চুরি হয়ে গিয়েছে।”

বর্তমান পরিস্থিতিতে কিভাবে দিন যাপন করবেন ভেবে পাচ্ছেন না বলে তিনি জানান। আরও এক গ্রামবাসী শেখ বাপি বলেন, “এখানকার অধিকাংশ মানুষ অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাই বাড়িতে শুধু মাত্র বয়স্ক মা বা, বা স্ত্রী সন্তানরাই থাকে।”

Purba Bardhaman : বর্ধমানে গ্রেফতার বাইক চুরি চক্রের ২ পাণ্ডা, উদ্ধার চারটি বাইক
তাই এই দুঃসাহসিক চুরির ঘটনায় তারা প্রত্যেকেই আতঙ্কিত বলে তিনি জানান। শেখ বাপি আরও বলেন, “আমাদের গ্রামে এরকম ভাবে আজ পর্যন্ত কোনও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। গ্রামের অনেক বয়স্ক মানুষরাও তাঁদের সময়ে কোনও চুরির কথা মনে করতে পারছেন না। তাই এই প্রথমবার এরকম হওয়াতে সবার মনেই এক চাপা আতঙ্ক চেপে বসেছে। পুলিশের কাছে উপযুক্ত নিরাপত্তা দাবি করছেন সবাই।”

পরে খবর পেয়ে গ্রামে পৌঁছেছে তালডাংরা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে গ্রামে এক ব্যক্তির বাড়িতে থাকা CCTV-র ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

Siliguri News : শিলিগুড়ির ক্লাবে তালা ভেঙে ট্রফি গায়েব! তদন্তে নেমে কুল কিনারা পাচ্ছে না পুলিশ
যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বলে জানা গিয়েছে। কয়েকমাস আগে বাঁকুড়া জেলারই সোনামুখী এলাকায় একই পাড়ার মধ্যে ৩ টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কিনারা আজও করতে পারেনি পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *