TMC Leader : ‘এমন মার মারব…’, পাণ্ডুয়ায় প্রকাশ্য সভায় BJP-কে হুমকি তৃণমূল নেতার – tmc leader threats bjp from his meeting in hooghly


Hooghly News : পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জেলায় উত্তপ্ত রাজনৈতিক ভাষণ অব্যাহত। প্রকাশ্য সভা থেকে তৃণমূল ব্লক সভাপতির মুখে বিজেপি কর্মীদের মারার হুমকি শোনা গেল। বিতর্ক শুরু পাণ্ডুয়ায়। দলের কোনও নিয়ন্ত্রণ নেই, এটাই তৃণমূলের আসল ছবি বলে কটাক্ষ বিজেপির।

TMC Leader : ‘শুভেন্দুর সভায় কারা যাচ্ছেন লিখে রাখুন…’, বাঁকুড়ায় দলীয় কর্মীদের হুঁশিয়ারি TMC ব্লক সভাপতির!
প্রকাশ্য সভা থেকে এবার বিজেপি কর্মীদের মারধর করার হুমকি তৃণমূল নেতার। শনিবার কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে পাণ্ডুয়ায় এক প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় ঘোষ সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সেই সভা থেকেই বিতর্কিত বক্তব্য শোনা যায় তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় ঘোষের গলায়।

BJP Leader : ‘বুথে বুথে কাঁচা লঙ্কা-সরষে বাটা প্রস্তুত রাখা হবে…’, BJP নেতার মন্তব্য ঘিরে বিতর্ক
সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, “বিজেপি বলছে তৃণমূল চোর। সব চেয়ে বড় চোর তো শুভেন্দু। যদি বড় চোর ধরা না পড়ে পাণ্ডুয়ায় বিজেপির কোনও অস্তিত্ব আমি রাখব না। বিজেপি দেখবে আর এমন মার মারব, বিজেপি করা ভুলে যাবে।” তৃণমূল নেতার এই বক্তব্যকে সভা থেকে হুমকি ঘিরে বিতর্ক।

Abhishek Banerjee : অভিষেকের ‘নবজোয়ার’-এর আগেই বড় ধাক্কা! মেখলিগঞ্জে তৃণমূল ছেড়ে BJP-তে হাজার কর্মী
বিজেপি হুগলি জেলা সম্পাদক সুরেশ সাউ জানান, তৃণমূলের শীর্ষনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনে নির্ভয়ে প্রার্থী দিতে পারবেন। কোথাও বাধা দেওয়া যাবে না। আর তৃণমূলের নীচুতলার নেতা মারধর করার হুমকি দিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। তাঁর কথায়, “আসলে দলের কোনও নিয়ন্ত্রণ নেই। এটাই তৃণমূলের আসল ছবি।”

Trinamool Congress : জনসংযোগ যাত্রার শুরুতেই ধাক্কা! পটাশপুরে দল বেঁধে পদ থেকে ইস্তফা ৩০ তৃণমূল নেতার
একের পর এক ঘটনায় হুগলি জেলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে বিগত কয়েক মাস ধরে। মাসখানেক আগেই হুগলি জেলার রিষড়ায় অশান্তি ছড়ায়। রামনবমীর মিছিল ঘিরে ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন, বাদ যায় না কিছুই। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকাও। পরে রিষড়া স্টেশন সংলগ্ন এলাকা সহ একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়।

TMC Leader : ‘বুথ এজেন্টকে দেখিয়ে ভোট দেবেন…’, শালবনিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যার মন্তব্য ঘিরে বিতর্ক
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাস নিয়ে একাধিক বার সুর চড়িয়েছেন বিজেপি সহ অন্যান্য বিরোধী দল। আইন শৃঙ্খলার অবনতির উদাহরণ টেনে নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর আহ্বান জানানো হয়েছে। বিগত কয়েক মাস ধরেই তৃণমূল – বিজেপি সহ অন্যান্য দলের রাজনৈতিক সংঘর্ষের কথা উঠে এসেছে একাধিক জেলা থেকে। এর মধ্যেই এরকম ধরনের উত্তপ্ত রাজনৈতিক ভাষণ যে উত্তেজনার মাত্রা আরও বৃদ্ধি করবে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *