Kolkata Fire : দু’পাশে দুই পেট্রল পাম্প, মাঝের বাড়িতে অগ্নিকাণ্ড – a terrible fire broke out in a house between two petrol pumps in bangur


এই সময়: বাড়ির দু’দিকে দু’টি পেট্রল পাম্প। মাঝের সেই বাড়িতেই লাগল ভয়াবহ আগুন। আগুনের হল্কার সঙ্গেই গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। রবিবার এমনই আতঙ্কের ছবি দেখা গেল বাঙুর অ্যাভিনিউয়ে যশোর রোডের উপর। এ দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যখন আগুন লাগে, তখন বইছিল ঝোড়ো হাওয়া। ফলে অল্প সময়ের মধ্যেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

Calcutta Medical College and Hospital: কলকাতা মেডিক্যালে অগ্নিকাণ্ড, হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক
পেট্রল পাম্প লাগোয়া বাড়িতে আগুন লাগায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। তবে অভিযোগ, খোদ দমকলমন্ত্রীর এলাকা হলেও দমকল যথা সময়ে আসেনি বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। আগুন লাগার কারণ ঘিরেও উঠেছে নানা প্রশ্ন।

Hooghly News: ফের অগ্নিগর্ভ শ্রীরামপুর! এক পথচারীর মৃত্যুতে জ্বলল আগুন, ভাঙচুর ট্রাফিক কিয়স্কে
কী ভাবে লাগল আগুন?
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার পাশে বৃষ্টিভেজা পোস্টের উপরের অংশ থেকে মাঝে মধ্যেই আগুনের ফুলকি বেরোয়। এ দিনও তা হচ্ছিল। পোস্টের পাশেই পাশেই এই দোতালা বাড়িটি। বাড়ির উপরে ছিল বেশ কিছু ব্যানার ও হোর্ডিং। দ্রুত পোস্টের আগুনের ফুলকি ছিটকে গিয়ে পড়ে ব্যানার ও হোর্ডিংয়ে। আর তাতেই দাউদাউ করে জ্বলে ওঠে বাড়ির উপরের অংশ।

Calcutta Medical College : মেডিক্যালে আগুন-ত্রাস, টর্চ জ্বেলেই অপারেশন
আগুন ছড়ায় বাড়ির নীচে থাকা এক রেস্তরাঁতেও। বাড়ির দোতলায় আটকে পড়ে একটি পরিবার। পিছনের রাস্তা দিয়ে উদ্ধার করা হয় আটকে থাকা ওই পরিবারের সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসুও। তিনি বলেন, ‘বাড়িটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।’ আগুন কী ভাবে লাগল, তা খতিয়ে দেখছে দমকল। দমকল কর্তাদের একাংশ জানিয়েছেন, ঝড়ে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দমকলকর্মীরা জানিয়েছেন, বাড়ির নীচের রেস্তরাঁ ও দোতলায় প্রচুর দাহ্য পদার্থ ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Manipur Churachandpur News : এখনও উত্তপ্ত চুড়াচাঁদপুর, পরিস্থিতি সামাল দিতে জারি নাইট কারফিউ
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাড়ি থেকে ছ’টি গ্যাস সিলিন্ডার বের করা হয়। ওই সিলিন্ডার বিস্ফোরণ হলে ভয়াবহ অবস্থা হতো। স্থানীয় বাসিন্দা তাপস হালদার বলেন, ‘বিকেলে প্রবল বৃষ্টির মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, বেশ কিছু জায়গায় ধিকি ধিকি আগুন জ্বলছিল।’ দমকল কর্মীরা গভীর রাত পর্যন্ত আগুন নেভান। গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। দমকলের এক আধিকারিক জানান, দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার কারণ জানতে ফরেন্সিক পরীক্ষারও সুপারিশও করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *