Ayan Sil : রহস্যময়ী নামে ভাঙড়ে জমি বেচাকেনায় অয়ন! – another mysterious character come in teacher recruitment corruption case


এই সময়: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সামনে এল আর এক ‘রহস্যময়ী’ চরিত্রের নাম! খুব শিগগিরই তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে ইডি। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে মনটাই জানা গিয়েছে। এর আগেও স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক রহস্যময়ী চরিত্র সামনে এসেছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি ও সিবিআই।

এবার যে চরিত্রটির নাম তদন্তকারীদের সামনে এসেছে, তার সৌজন্যে রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রোমোটার অয়ন শীল। ইডি সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের অগস্ট ভাঙড়ের এক ব্যক্তির কাছ থেকে ওই মহিলার নামে ২ কাঠা জমি কিনেছিলেন অয়ন। তিনিই টাকা মিটিয়েছিলেন। পরে আবার সেই জমি অন্য একজনকে বেচেও দেন অয়ন।

Recruitment Scam : কুন্তল-শান্তনুর ‘হুগলি’-তে নজর! নথিসমেত পর্ষদ আধিকারিকদের নিজামে তলব CBI-র
তদন্তকারীদের সন্দেহ, নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে বিভিন্ন জায়গায় খাটানো হয়ে থাকতে পারে। সেই টাকাতেই বিভিন্ন লোকের নামে সম্পত্তি কিনে থাকতে পারেন অয়ন। সেক্ষেত্রে ওই মহিলার ভূমিকা থাকতে পারে।

তদন্তকারীরা জানতে পেরেছেন, ভাঙড়ের যে ব্যক্তির কাছ থেকে ওই মহিলার নামে জমি কেনা হয়েছিল, সেই ব্যক্তি আবার অন্য একজনকে চার কাঠা জমি বিক্রি করেছিলেন। পরে ২০২০ সালের ডিসেম্বর মাসে অয়ন সেই চার কাঠা জমি কিনেছিলেন। যাঁর কাছ থেকে জমি কিনেছিলেন, তিনি অয়নের পরিচিত ছিলেন।

Recruitment Scam : নথি চেয়ে তলব CBI-র! হাজিরার পর মুখ খুললেন হুগলি জেলা পর্ষদের চেয়ারপার্সন
এ ভাবেই বিভিন্ন জনের থেকে জমি কিনে পরে তা বিক্রিও করে দেন। আবার পরিচিতদের নামেও তিনি জমি কিনে রেখেছিলেন। এর পাশপাশি অয়ন-পুত্র অভিষেক শীলের বান্ধবী ইমন গাঙ্গোপাধ্যায়ের নামেও দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। সেই ফ্ল্যাটটি অয়নের টাকায় কেনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আগেই অভিষেক এবং ইমনের যৌথ সম্পত্তির হদিশ মিলেছিল। তাঁদের নামে পেট্রল পাম্প এবং রেস্তরাঁতেও অয়নের টাকা খাটছে বলে অভিযোগ। অয়নের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকেরা। শ্বেতাকে একটি গাড়ি এবং ফ্ল্যাট উপহার দিয়েছিলেন অয়ন।

Recruitment Scam : ফ্ল্যাট বিক্রি করে ফের নিজেই সেই ফ্ল্যাটের ক্রেতা! কীর্তি অয়নের
এ বার জানা যাচ্ছে, অয়ন আরও এক মহিলার নাম করে এবং অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন জনের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন। এমনকী, জমিও বেচাকেনা করা হয়েছে। ওই রহস্যময়ী এখনও ইডি-র স্ক্যানারে রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *