Purba Medinipur News : লক্ষ্য ৫ দেশ-৭ রাজ্যে বৃক্ষরোপণ, স্বপ্নপূরণে গন্তব্যের পথে পাড়ি কাঁথির শিক্ষকের – kanthi teacher shyamal jana started tree plantation drive in 5 countries and 7 states


ফুটিফাটা পরিবেশ মনে করিয়ে দেয় বৃক্ষরোপণের কথা। পরিবেশ রক্ষার্থে মানুষের একটুখানি সচেতনতা বদলে দিতে পারে গোটা সমাজকে। তাই প্রতিদিনই হোক অরণ্য দিবস। এমনটাই মনে করেন কাঁথির শিক্ষক শ্যামল জানা। সবুজের অভিযানে বারে বারে এগিয়ে এসেছেন তিনি। এবার নিজের জেলা ছাড়িয়ে ভিন জেলা, ভিন দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। লক্ষ্য একটাই ! মানুষের মধ্যে বৃক্ষ রোপণের চেতনা গড়ে তোলা।

West Bengal Trending News : মালাবদল থেকে সিঁদুর দান, রীতি মেনেই বিবাহ বন্ধনে বট -অশ্বত্থ!
ভারতের ৫ টি প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কায় বৃক্ষ রোপণ করার স্বপ্নে তিনি আজ বেরিয়ে পড়লেন ঘর ছেড়ে। পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতবর্ষের সাতটি রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মনিপুর, মিজোরাম নাগাল্যান্ড, ত্রিপুরাতেও তিনি বৃক্ষরোপণ করবেন। সমাজের কাছে ‘সবুজের ফেরিওয়ালা’ হয়ে যাত্রা শুরু তাঁর।

Hooghly News : লক্ষ্য সমাজ সচেতনতামূলক প্রচার, পায়ে হেঁটে হুগলি থেকে দার্জিলিং যাত্রা শিক্ষকের
সবুজের বার্তা দিতে তাঁর হাতে সব সময় থাকে এক গ্রীন কার। যাতে সব সময় থাকে গাছের চারা। শ্যামল জানান, তিনি নিজের জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগিয়েছেন বহু বৃক্ষ। এমনকি কলকাতার ইডেন গার্ডেনের পাশেও তিনি বৃক্ষ রোপণ করেছেন। বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বৃক্ষ রোপণ করাটাই তাঁর মনের তৃপ্তির ভাণ্ডার।

Uttar 24 Parganas : লক্ষ্য ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত এবং পরিবেশ রক্ষা, স্কেটিং করে ঢাকা যাত্রা ২ যুবকের
শিক্ষক শ্যামল জানার লক্ষ্য, সারা জীবনে মোট ৫ হাজার বটবৃক্ষ রোপণ করবেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় ইতিমধ্যে বট বৃক্ষরোপণ করেছেন তিনি। পরবর্তী লক্ষ্য, ভারতবর্ষের সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় সংস্কৃত অঞ্চল সহ প্রতিবেশী রাষ্ট্র সমূহে বটবৃক্ষ রোপণ করা। মোট ৩০ টি বট বৃক্ষরোপণ করে জল সংরক্ষণ, শান্তির বার্তা, ধন্যবাদ জ্ঞাপন ও ভারতবর্ষের বীর স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট জানানোর জন্যেই এই সফর।

পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণে এগলো থানাও
শিক্ষক হিসেবে ‘গরমের ছুটি’কে কাজে লাগিয়ে তিনি গোটা দেশ ভ্রমণে বেড়িয়েছেন। তাঁর কথায়, “আমাদেরও এগিয়ে আসতে হবে। সমাজের জন্য দেশের জন্য দশের জন্য। গাছ লাগান প্রাণ বাঁচান। এই অমোঘ সত্যি কথাটি যেদিন আমরা বুঝতে পারব সেদিন কতটা দেরি হবে তা সময় বলবে।” মানুষের মধ্যে খুব দ্রুত বৃক্ষ রোপণ নিয়ে সচেতনতা জেগে ওঠা দরকার।

প্রতিটি মানুষ নিজের উদ্যোগে সারা জীবনে কয়েকটি গাছ লাগাতে পারলেই সেটা মানব জাতির কল্যাণে অনেকটা কাজে লাগবে বলেই তিনি মনে করেন। সেই বার্তা দিতেই তিনি নিজের জেলার গণ্ডি ছাড়িয়ে এবার দেশ ভ্রমণে বেড়িয়েছেন এবং দেশের একাধিক রাজ্যের মানুষের সামনে এই বার্তা তুলে ধরবেন বলে জানালেন শ্যামল জানা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *