Samaresh Majumdar Death: ৭৯-তে জীবনাবসান, ‘কালপুরুষ’-এর জগতে কালবেলা স্রষ্টা সমরেশ মজুমদার – eminent bengali writer samaresh majumdar passes away


অনিমেষ-মাধবীলতার গল্পে পাকাপাকিভাবে পড়ল দাঁড়ি। ‘কালপুরুষ’-এর জগতেই পাড়ি দিলেন ‘কালবেলা’-এর স্রষ্টা। ফের সাহিত্য জগতে মহীরূহ পতন। জীবনাবসান বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের। বয়স হয়েছিল ৭৯ বছর। সপ্তাহখানেক আগে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ২৫ এপ্রিল সেরিব্রাল স্ট্রোক হয়েছিল তাঁর বলে জানা গিয়েছিল হাসপাতাল সূত্রে। চিকিৎসক সঞ্জয় ভৌমিকের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই বিকেল ৫.৪৫-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক। সুনীল উত্তর বাংলা সাহিত্যে অন্যতম বলিষ্ঠ কলম ছিল সমরেশের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাহিত্য জগতে।Rabindra Jyanti 2023: বিশ্বজোড়া মান-খ্যাতির সঙ্গে তীব্র মানসিক কষ্টও! রবীন্দ্রনাথের কোষ্ঠীই তাঁকে আঘাত দিয়েছে বারবার

১৯৪৪ সালের ১০ মার্চ উত্তরবঙ্গে জম্ম সমরেশ মজুমদারের। পরিবর্তিত সময়ের বলিষ্ঠ ছায়াকে কলমের শব্দে বেঁধেছিলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। ১৯৭৫ সালে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প ‘দৌড়’। সেই শুরু। তারপর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখকের কলম থেকে একে একে জন্ম নেয়, সাতকাহন, তেরো পার্বণ, উনিশ-বিশ, টাকা পয়সা, এই আমি রেণু, অবশ, স্মরণাগত, দিন যায় রাত যায়, ফেরারি, গর্ভধারিণী, তীর্থযাত্রী, বন্দি নিবাস, বুনো হাঁস, নিকট কথা, শ্রদ্ধাঞ্জলি, অনুপ্রবেশ, ওরা এবং ওদের মায়েরা, দাউ দাউ আগুন, হারামির হাতবাক্স, বিলে পালায়নি সহ প্রমুখ। তবে পাঠকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা পায় তাঁর অনিমেষ সিরিজ- কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার ও মৌষলকাল। তাঁর গল্প থেকে বার বার তৈরি হয়েছে সিরিয়াল থেকে সিনেমার চিত্রনাট্য। কালবেলা, সাতকাহন, তেরো পার্বণের মতো উপন্যাস পর্দাতেও জয় করেছিল দর্শকদের মন।

Rabindranath Tagore Birth Anniversary: রাত পোহালেই পঁচিশে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অজানা তথ্যগুলি জানেন?

পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করেন। এছাড়া তিনি সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।

সাহিত্যিকের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকস্তব্ধ বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে সঞ্জীব চট্টোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *