Hooghly Kidnaping : মুখে রুমাল, পরিচারককে মারধর করে একরত্তিকে ছিনতাই! চাঞ্চল্যকর ঘটনা হুগলিতে – two month old kid kidnapped in hooghly pandua area police recovered minor


এ যেন কোনও হিন্দি ছবির চিত্রনাট্য। ফিল্মি কায়দায় শিশু অপহরণের ঘটনা ঘটল হুগলি জেলার পাণ্ডয়াতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির পাণ্ডুয়ায় এক ব্যবসায়ীর ছেলেকে বাড়ির কাছ থেকে অপহরণের ঘটনা ঘটেছে। পুলিশি তৎপরতায় ওই শিশুকে হুগলির বৈঁচি থেকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।Malda News : কয়েক ঘন্টার ব্যবধানে পরপর দুবার! মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক মালদায়
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পাণ্ডুয়ার সারদাপল্লী এলাকায় ব্যবসায়ী মনোরঞ্জন সাহার শিশু পুত্রকে বাইকে নিয়ে বেরোন তাঁর কর্মরত এককর্মী। বাইকে চাপিয়ে ব্যবসায়ীর শিশুপুত্রকে বাড়ির কাছে ঘুরতে নিয়ে যান সুমন নামের ওই কর্মী। সেই সময় মুখে রুমাল বাঁধা অবস্থায় দুই দুষ্কৃতী এসে সুমনকে মারধর করে শিশু টিকে নিয়ে ছিনিয়ে নেয়। এরপরই শিশুটিকে বাইকে বসে এলাকা থেকে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী।

সুমন খবর দিতেই মনোরঞ্জনের স্ত্রী পাণ্ডুয়া থানার পুলিশকে গোটা ঘটনার কথা জানান। তড়িঘড়ি পান্ডুয়া থানার পুলিশ ব্যবসায়ীর কম্পিটার সেন্টারে চলে আসেন। সেখানে সুমনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দুপুর ২টো নাগাদ অপহরণকারীরা মনোরঞ্জন সাহাকে ফোন করে লক্ষাধিক মুক্তিপণ দাবি করে।

Hooghly Road Accident : ঠাকুমার সঙ্গে খেলতে গিয়ে রাস্তায় চলে এল শিশু, মর্মান্তিক ঘটনা পুরশুড়ায়
অপহরণকারীদের ব্যবহার করা মোবাইল নম্বর ট্র্যাক করতে শুরু করে পুলিশ। বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ। পাণ্ডুয়া থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বৈঁচির কাছে একটি পেট্রোল পাম্পের সামনে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। পুলিশ সেখান থেকে শিশুকে উদ্ধার করে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেয়। দীর্ঘক্ষণ পর ছেলেকে পেয়ে বুকে আঁকড়ে ধরে কাঁদতে থাকেন মা। স্বস্তি ফেরে পরিবারে।

স্থানীয় বাসিন্দা শিবশংকর সাহা বলেন, ‘দিনে দুপুরে এভাবে অপরনের ঘটনায় আগে শুনিনি। শোনার পর আমরা সকলেই অবাক হয়ে যাই। শিশুটিকে উদ্ধার হয়েছে এটাই ভালো।’

Howrah News : ভিখারি সেজে গৃহস্থ বাড়িতে চুরির চেষ্টা! কোলের বাচ্চা সমেত হাতেনাতে ধৃত দম্পত্তি
পান্ডুয়া থানার পুলিশ জানায়, একটি শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ধাওয়া করে বৈঁচি থেকে শিশুটিকে উদ্ধার করে। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। কি উদ্দেশ্যে কেন শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত চলছে। মুক্তিপণ না অপরহরণের পিছনে অন্য কোনও কারণ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘অপহরণের পরেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে। কী কারণে অপহরণ সেটা খতিয়ে দেখা হচ্ছে। অপহরণকারীরা টাকা ডিমান্ড করেছিল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *