আদালতের নির্দেশে এই মামলার তদন্ত চলবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত বৃহস্পতিবার জানিয়েছে, এই মামলা নিয়ে হাইকোর্টের তরফে এখনই কোনও মন্তব্য করা হবে না। আদালত জানিয়েছে, বিভিন্ন বিষয় মাথায় রেখে একজন কর্তব্যরত আইপিএসের সঙ্গে দুই প্রাক্তন অফিসারকে জুড়ে দেওয়া হচ্ছে।
এদিন নাবলিকার ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। হাইকোর্টের প্রশ্ন, ময়নাতদন্ত সাড়ে তিনটের সময় হলে ইঙ্কোয়েস্ট কি করে সাড়ে পাঁচ টায় হয়? হাসপাতাল বলছে, সাড়ে পাঁচটায় ময়ন তদন্ত হয়েছে। অথচ দেহ ঘটনাস্থল থেকে সরানোর আগেই ইঙ্কোয়েস্ট হয়ে যাওয়ার কথা। পুলিশ নৃশংসভাবে নাবালিকার দেহ টেনে গিয়েছে বলেও উল্লেখ করেছে আদালত।
আরও জানতে রিফ্রেশ করুন…