কালিয়াগঞ্জে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। কালিয়াগঞ্জের ঘটনায় এদিন সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত। অবসরপ্রাপ্ত সিবিআই কর্তা-প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত ও আইএপিএস অফিসার দময়ন্তী সেনকে নিয়ে সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি কালিয়াগঞ্জের ঘটনায় পুলিশি তদন্তে বিস্তর গলদের কথা উল্লেখ করা হয়েছে।

Calcutta High Court : CID-র ভূমিকায় ক্ষুব্ধ আদালত! দাড়িভিটকাণ্ডে NIA তদন্তের নির্দেশ বিচারপতি মান্থার
আদালতের নির্দেশে এই মামলার তদন্ত চলবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত বৃহস্পতিবার জানিয়েছে, এই মামলা নিয়ে হাইকোর্টের তরফে এখনই কোনও মন্তব্য করা হবে না। আদালত জানিয়েছে, বিভিন্ন বিষয় মাথায় রেখে একজন কর্তব্যরত আইপিএসের সঙ্গে দুই প্রাক্তন অফিসারকে জুড়ে দেওয়া হচ্ছে।

Calcutta High Court : ‘স্বরাষ্ট্রসচিবকে তলব করলে দেখব কী করেন’, ময়নাকাণ্ডে হাইকোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্র
এদিন নাবলিকার ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। হাইকোর্টের প্রশ্ন, ময়নাতদন্ত সাড়ে তিনটের সময় হলে ইঙ্কোয়েস্ট কি করে সাড়ে পাঁচ টায় হয়? হাসপাতাল বলছে, সাড়ে পাঁচটায় ময়ন তদন্ত হয়েছে। অথচ দেহ ঘটনাস্থল থেকে সরানোর আগেই ইঙ্কোয়েস্ট হয়ে যাওয়ার কথা। পুলিশ নৃশংসভাবে নাবালিকার দেহ টেনে গিয়েছে বলেও উল্লেখ করেছে আদালত।

আরও জানতে রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version