কবে স্বস্তির বৃষ্টি?
চূড়ান্ত অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই মিলবে কবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মাথায়। জবাব দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও। জানা গিয়েছে, শুক্রবারের পর থেকে ফের একবার রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে।
কোন কোন জেলায় বৃষ্টি?
শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কলকাতায় যদিও বৃষ্টিপাতের কোনও ইঙ্গিত এখনও মেলেনি। তবে সাইক্লোন মোকার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা।
সাইক্লোন মোকা
এদিকে, বাংলাদেশের দিকে ক্রমশই ধেয়ে আসছে সাইক্লোন মোকা। বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে এই সাইক্লোন আছড়ে পড়ার সম্ভাবনা। মোকার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা।
কলকাতার আবহাওয়া
আরও বাড়ল কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দরতার পরিমাণ থাকবে ৩৪ থেকে ৮৭ শতাংশের মতো। এদিন বিকেলের মধ্যেই এই ঘূর্ণিঝড় নিজের রুট পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে আগ্রসর হবে। আগামী ১৪ মে এটির ল্যান্ডফল হবে মায়ানমারের সিতওয়ে বন্দরে। বাংলাদেশের কক্সবাজারের উপর দিয়ে এটি বয়ে যাবে। ওই এলাকায় গভীর তাণ্ডব চালাবে এটি। ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শেখ হাসিনা প্রশাসন। অ্যালার্ট করা হয়েছে প্রশাসনিক আধিকারিকদের। যে সমস্ত এলাকার উপর দিয়ে সাইক্লোন মোকার তাণ্ডব চালানোর সম্ভাবনা, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকার কারণে বঙ্গজুড়ে তাপমাত্রার যা পরিস্থিতি তা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরোত্তর বাড়ছে তাপমাত্রার পারদ। গরমে রীতিমতো নাভিঃস্বাস উঠছে রাজ্যবাসীর। শুক্রবারও তাপপ্রবাহের পরিস্থিতি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রাজনিত অস্বস্তি বজায় থাকবে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি।