Mid Day Meal: মিড ডে মিলে ২০০০ কোটি বরাদ্দ! রাজ্যের কাজে খুশি কেন্দ্র, জানালেন ব্রাত্য – central government allotted two thousand crore for mid day meal says minister bratya basu


মিড ডে মিলে দুর্নীতি নিয়ে বিভিন্ন সময় শাসক-বিরোধী রাজনৈতিক তরজা দেখেছে রাজ্য। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী নেতারা। এমনকী সংবাদ সংস্থার রিপোর্টে মিড ডে মিলে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে (মিড ডে মিল) রাজ্যের জন্য ২০২৩-২৪ আর্থিক বর্ষে দু হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। সোমবার টুইটে একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকেও মমতা জানিয়েছেন, কেন্দ্রের থেকে তাঁর সরকারের ১ লাখ ১৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। জনসংযোগ যাত্রায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও প্রায় প্রত্যেকদিনই কেন্দ্রীয় বঞ্চনার কথা শোনা যাচ্ছে। তখনই কেন্দ্রের নয়া বরাদ্দ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Mid Day Meal : মিড ডে মিলে রাজ্যের ডাইনিং হলই ‘মডেল’ দেশে
সোমবার টুইটে ব্রাত্য লেখেন, ‘কেন্দ্রীয় সরকারের সচিবের পৌরহিত্যে আজ পিএম পোষণের উপর প্রোজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের বৈঠক হয়। স্কুল শিক্ষা দফতরের তরফে সেখানে বিশেষ প্রেজেন্টেশন দেওয়া হয়েছি, সেই নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। কেন্দ্রীয় সরকারি একাধিক রাজ্যের উদ্যোগের প্রশংসা করেছে এবং দু’হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখান থেকে প্রমাণিত জয়েন্ট রিভিউ কমিটির সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।’

রাজ্যে মিড মে মিল ও পড়ুয়াদের দেওয়া খাবারের গুণগত মান নিয়ে ভুরি ভুরি অভিযোগ ছিল। অভিযোগ খতিয়ে দেখার জন্য রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারা বিভিন্ন স্কুলে মিড ডে মিলের রান্না খতিয়ে দেখেন। রান্নঘর ও স্কুলের পরিকাঠামোগত বিভিন্ন বিষয় খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট জমা দেয় প্রতিনিধি দল।

Mamata Banerjee : ‘৩৬ হাজার চাকরি ডিএ আন্দোলনকারীদের জন্য চলে গেল…’, বিস্ফোরক মমতা
মিড ডে মিলে দেদার দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে রাজ্য সরকারের বিরুদ্ধে মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। এমনকী তাঁর চিঠির পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে বলেও দাবি করতে শোনা যায় শুভেন্দুকে। সেখানে রাজ্যের মিড ডে মিলের জন্য কেন্দ্রের টাকা বরাদ্দ করার ঘটনায় গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়ল বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। সোমবার তিনি দাবি করে, কেন্দ্রের থেকে রাজ্য সরকারের বকয়ে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা পাওয়া গেলে তিনি রাজ্যের সব সরকারি কর্মীদের আরও ৩ শতাংশ করে ডিএ দেবেন। ডিএ আন্দোলনকারীদের জন্য ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি চলে গিয়েছে বলেও দাবি করেন মমতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *