কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে তাঁদের নিয়োগ করা হল। ভার্চুয়ালি তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। IIT খড়্গপুরের নেতাজী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ‘রোজগার মেলা’ থেকে শতাধিক চাকরিপ্রার্থী বা কর্মপ্রার্থীর হাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের নিয়োগপত্র তুলে দেওয়া হল।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ ও স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বাংলার ২৫ জন যুবক যুবতীর হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন। এদিন, IIT খড়্গপুরের প্রেক্ষাগৃহ থেকে সবমিলিয়ে ২৬০ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
রেল, IIT, ডাক বিভাগ (পোস্টাল) সহ বিভিন্ন দফতরে নিয়োগপত্র পেলেন তাঁরা। এর মধ্যে, প্রায় ১০০’র কাছাকাছি শুধু ডাক বিভাগেই নিয়োগপত্র পেয়েছেন বলে জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বেও ছিল ডাক বিভাগ। এদিন IIT খড়্গপুরের এই রোজগার মেলায় উপস্থিত ছিলেন ডাক বিভাগের শীর্ষস্থানীয় আধিকারিক সহ IIT খড়্গপুরের অধিকর্তা ভি কে তিওয়ারি, সহ অধিকর্তা অমিত পাত্র, নিবন্ধক (রেজিস্ট্রার) তমাল নাথ প্রমুখ।
মন্ত্রী নিশীথ কুমার প্রামাণিক এই অনুষ্ঠান থেকে বলেন, “প্রধানমন্ত্রী রেলওয়ে, পোস্টাল সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত দফতরের শূন্য পদ পূরণে উদ্যোগী হয়েছেন। এবার, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে বা দফতরে ৭১,২০৬ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল দেশজুড়ে।”
তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকার দেশের বেকারত্ব ঘোচাতে ও যুবদের হাতে চাকরি তুলে দিতে দায়বদ্ধ। সেই কাজ সাফল্যের সঙ্গে করা হচ্ছে।” ২০২২ সালে কেন্দ্রীয় সরকারের তরফে এই রোজগার মেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর ধাপে ধাপে দেশের যোগ্য ছেলে-মেয়েদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে।
দেশের ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে ও তাঁদের কর্মসংস্থানের জন্য নরেন্দ্র মোদী এই রোজগার মেলার উদ্বোধন করেছিলেন। তাঁর প্রতিশ্রুতি মতোই চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিয়োগপত্র। আর এবারে ৭১ হাজার যুবক যুবতীদের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হল। এই নিয়ে মোট ৫ বার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।