এগরাকাণ্ডে FIR-র নেই বিস্ফোরক আইনের ধারা! FIR lodged by Police in Egra blast


পিয়ালী মিত্র: বিস্ফোরক আইনের ধারা নেই! এগরাকাণ্ডে বাজির কারখানার মালিক ভানু বাগ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিস। অভিযোগ? অনিচ্ছাকৃত খুন ও বিস্ফোরক সামগ্রী ব্যবহারে গাফিলতি। অভিযুক্তরা পলাতক।

স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে তখন ১টা। বৃহস্পতিবার দুপুরে  বিকট শব্দে কেঁপে ওঠে এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার  খাদিকুল গ্রাম।  ভয়াবহ বিস্ফোরণ ঘটে বাজি কারখানায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গ্রামের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিন্নভিন্ন দেহ। এখনও পর্যন্ত মৃত ৫। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৭ জন। 

আরও পড়ুন: Jitendra Tiwari: ‘যদি সৎ সাহস থাকে তো, নাম করে বলুন’, অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ জিতেন্দ্রের

ব্যবধান একদিনের। এগরা বিস্ফোরণকাণ্ডে এফআইআর দায়ের করল পুলিস। বিস্ফোরক আইনের ধারা কেন বাদ? পুলিসের দাবি, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন জ্বলছে। ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। রিপোর্টে যদি বিস্ফোরণের প্রমাণ মেলে, সেক্ষেত্রে বিস্ফোরক আইনে ধারা যুক্ত করা হবে। 

এদিকে পুলিসে এই যুক্তি অবশ্য মানতে নারাজ বিরোধীদের একাংশ। বরং তাদের অভিযোগ, সাধারণত বিস্ফোরক আইনে মামলা দায়ের হলে তদন্তভার নেয় এনআইএ। সেকারণেই ইচ্ছাকৃতভাবে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়নি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *