আগামীকাল শুনানির সম্ভাবনা।
এগরার বিস্ফোরণ নিয়ে আদালত-এর দ্বারস্থ বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি ছিল, ঘটনার তদন্তভার দেওয়া হোক এনআইএকে। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল। বিরোধী দলনেতার আইনজীবীর বক্তব্য, ইতিমধ্যেই ১২-১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
যা শুনে বিস্ময় প্রকাশ প্রধান বিচারপতির। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়।
এগরার বাজি কারখানার বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশ সুপারের। তবে মৃতের সংখ্যা অনেক বেশি বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফে। মৃত ব্যক্তির সংখ্যা লুকনো হচ্ছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। এমনকি, গোটা ঘটনার জেরে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও স্থানীয়দের দাবি, ওই বাজি কারখানায় আড়ালে বোমা তৈরির কাজ চলছিল।
বুধবার সকাল এগারোটা নাগাদ এগরার সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকূল গ্রাম গিয়ে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সঙ্গে আরও দু’জন বিজেপি বিধায়ক ছিলেন বলে জানা গিয়েছে। এদিন রাস্তায় তাঁর কনভয়ের সঙ্গে আরও দুজন বিজেপি বিধায়ক যোগ দেন।
এলাকায় গিয়ে তৃণমূলের হার্মাদ বলে ভানু বাগের শাস্তির দাবি তোলেন শুভেন্দু। এমনকি, গোটা ঘটনায় NIA তদন্তের দাবি নিয়ে জোরালো আবেদন করেন তিনি।
এদিন গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে জেলার ঘটনায় ইতিমধ্যে NIA তদন্তের দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
উল্লেখ্য, মঙ্গলবার এগরায় সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকূল গ্রাম একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণে কেঁপে ওঠে গোটা অঞ্চল। মুহূর্তের মধ্যে কারখানার কর্মীদের দেহ ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তীব্র নিন্দা জানান হয় একাধিক রাজনৈতিক দলের তরফে। যদিও ঘটনার পরেই CID তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি NIA তদন্তের ব্যাপারেও তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।