টেলি দুনিয়ার (Television World) খুবই পরিচিত মুখ মিষ্টি সিং (Misty Singh)। একাধিক সিরিয়ালে তাঁকে পার্শ্ব চরিত্রে (Serial Side Roles) দেখা গিয়েছে। ১৮ মে বসতে চলেছে বিয়ের আসর বসতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় মিষ্টির প্রোফাইলে চোখ রাখলেই ছবি-ভিডিয়োর সমুদ্র। একদিনেই বিয়ে রিসেপশন (Reception) সবটাই সেরে ফেলবেন মিষ্টি। বিয়ের পরে হানিমুন যাচ্ছেন ইউরোপে। দেখুন সেই ভিডিয়ো।
