Tamluk Bridge Collapse: তমলুকে ভাঙল ব্রিজ, ধ্বংসস্তূপে এখনও আটকে ১! আতঙ্ক – one people stuck during a bridge renovation in tamluk west bengal


West Bengal News তমলুকে ১৪ নম্বর ওয়ার্ড একটি ব্রিজ সারাইয়ের কাজ চলাকালীন হঠাৎ তা ভেঙে চাপা পড়ে যায় দু’জন। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে গেলেও এখনও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে তমলুক থানার পুলিশ এবং দমকল বাহিনী।

জানা গিয়েছে, বুধবার এই সেতু মেরামতের কাজ চলছিল। কিন্তু, সেই সময়ই হুড়মুড়িয়ে তা ভেঙে পড়ে। এর নীচে চাপা পড়ে যায় দুই শ্রমিক। একজনের দেহের কিছুটা অংশ বার হয়ে ছিল। তাকে বাইরে থেকে সাহায্য করার চেষ্টা করেন এলাকার বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ওই শ্রমিককে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। বাইরের থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে ওই শ্রমিককে। তমলুক পুরসভার মেডিক্যাল টিমও সেখানে পৌঁছেছে। জানা গিয়েছে, দুই জন শ্রমিকের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। অপর একজন এখন ধ্বংসস্তূপে আটকে রয়েছে।

Howrah Bridge : প্রায় মাসজুড়ে রাতে মেরামতির কাজ হাওড়া ব্রিজে, যানজট এড়াতে বিশেষ পদক্ষেপ
স্থানীয় সূত্রে খবর, ওই সেতুটি বেশ পুরনো। কিন্তু, তা যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ফলে তা যাতে সংস্কার করা হয় সেই জন্য প্রশাসনিক তরফে উদ্যোগ নেওয়া হয়। জানা গিয়েছে, তা সংস্কারের পাশাপাশি চওড়া করার পরিকল্পনাও নেওয়া হয় প্রশাসনের তরফে।

জানা গিয়েছে, সেতুটি প্রায় ৫৩ বছরের পুরনো। বুধবার তা সংস্কার করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের একাংশের কথায়, “এদিন কাজ চলছিল। হঠাৎ সেতুর একাংশ ভেঙে পড়ে। অন্যান্য শ্রমিকরাও ভয়ে পিছিয়ে যান। কিন্তু, একজন আটকে পড়েন। খবর পেয়ে দৌড়ে আসেন স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়।”

Egra Blast : এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ, ঘটনাস্থলে পুলিশ-দমকল
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল এবং পুলিশ। জানা গিয়েছে, একজনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা অনেকাংশে স্থিতিশীল। কিন্তু, অপর একজন এখনও আটকে রয়েছেন। তাঁর দেহের উপর একটি বড় চাঙড় পড়েছে। আর সেই কারণেই সমস্যা হচ্ছে। তাঁকে বার করার জন্য জেসিবি মেশিন নিয়ে আসা হয়েছে। এই মেশিনটি দিয়ে চাঙড়টি সরানোর চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, যাতে তাঁর অক্সিজেন নিতে কোনও সমস্যা না হয় সেজন্য বাইরের থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

Egra Blast : এগরার গ্রামে বাধার সম্মুখীন তৃণমূলের প্রতিনিধি দল, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস
সংস্কারের সময় পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়েছিল কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন! স্থানীয়দের কথায়, এই সেতুটি অত্যন্ত পুরনো ছিল। কিন্তু, তা এলাকাবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণও ছিল বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *