জারি হলুদ সতর্কতা! কয়েকঘণ্টার মধ্যেই বজ্র বিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টি ২৪ পরগনায়


গরমে কাহিল গোটা বঙ্গ। রোদে বাইরে বেরলের গলদঘর্ম অবস্থা। সপ্তাহের শুরুতে খনিকের বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও ফেল বাড়তে শুরু করেছে করেছে তাপমাত্রা। এই অবস্থায় বৃহস্পতিবার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশি কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বৃষ্টিপাতের পূর্বভাসের মধ্যে উত্তর ২৪ পরগণা জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রেস বিবৃতি দিয়ে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন অংশে আগামী ১-২ ঘণ্টার মধ্য মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের সময় সাধারণ মানুষের নিরাপদ ও সুরক্ষিত স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাসের পর বিপর্যয় মোকাবিলা দফতরও সতর্ক রয়েছে বলে জানা গিয়েছে। ঝড়-বৃষ্টির কারণে মানুষের দুর্ভোগ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Rain In Kolkata: ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, কলকাতা সহ একাধিক জেলায় কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি!
অন্যদিকে সকাল থেকে কলকাতার আকাশের মুখভার। সকাল থেকে মেঘলা ছিল আকাশ। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছ। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। বৃষ্টিপাত কলকাতাবাসীকে গরমের হাত থেকে রেহাই দিতে পারে কিনা সেটাই দেখার।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে।

Weather Update: কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, বিকেলে কি কালবৈশাখী?
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার অবধি সেখানে বৃষ্টিপাত চলতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়া দফতর। এখন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *