আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন অংশে আগামী ১-২ ঘণ্টার মধ্য মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের সময় সাধারণ মানুষের নিরাপদ ও সুরক্ষিত স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাসের পর বিপর্যয় মোকাবিলা দফতরও সতর্ক রয়েছে বলে জানা গিয়েছে। ঝড়-বৃষ্টির কারণে মানুষের দুর্ভোগ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে সকাল থেকে কলকাতার আকাশের মুখভার। সকাল থেকে মেঘলা ছিল আকাশ। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছ। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। বৃষ্টিপাত কলকাতাবাসীকে গরমের হাত থেকে রেহাই দিতে পারে কিনা সেটাই দেখার।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার অবধি সেখানে বৃষ্টিপাত চলতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়া দফতর। এখন