কিছু দিন আগে পার্থকে প্রভাবশালী প্রমাণ করতে জেলের ভিতরে তাঁকে নানা সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ তোলে ইডি। আদালতে তাদের অভিযোগ ছিল, জেলের নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই পার্থকে জেলের মধ্যে আংটি পরার সুযোগ করে দেওয়া হয়েছে। এর পর আদালত জেল সুপারকে তলব করে। হাজির হন দেবাশিস। আদালতের কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।
আদালত নির্দেশেও উল্লেখ করে, হয় তিনি নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল নন, নয়তো ইচ্ছে করেই এই কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ীই নিজেদের সিদ্ধান্তের কথা এ দিন আদালতে জানালেন কারা কর্তৃপক্ষ।