এই সময়: হাইপ্রোফাইল বন্দি পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষ সুবিধে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। প্রেসিডেন্সি জেলের সেই সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করল কারাদপ্তর। বুধবার ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে বিশেষ সিবিআই-ইডি আদালতে এমনই জানালেন কারা কর্তৃপক্ষ। এই নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি দেবাশিস। মুখ খোলেননি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষও।

Partha Chatterjee News: জঙ্গির ‘নেকনজর’, ছিঁচকে চোরের ফচকেমি! দুই জ্বালায় অতিষ্ট জেলবন্দি পার্থ
কিছু দিন আগে পার্থকে প্রভাবশালী প্রমাণ করতে জেলের ভিতরে তাঁকে নানা সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ তোলে ইডি। আদালতে তাদের অভিযোগ ছিল, জেলের নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই পার্থকে জেলের মধ্যে আংটি পরার সুযোগ করে দেওয়া হয়েছে। এর পর আদালত জেল সুপারকে তলব করে। হাজির হন দেবাশিস। আদালতের কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

Partha Chatterjee: ‘দলের সঙ্গেই আছি’, অনুগত সৈনিক প্রমাণের চেষ্টা পার্থর
আদালত নির্দেশেও উল্লেখ করে, হয় তিনি নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল নন, নয়তো ইচ্ছে করেই এই কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ীই নিজেদের সিদ্ধান্তের কথা এ দিন আদালতে জানালেন কারা কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version