Mamata Banerjee Abhishek Banerjee : ‘অভিষেকের মাধ্যমে মমতাকে রোখা যাবে না’, CBI তলব নিয়ে সোচ্চার তৃণমূল সুপ্রিমো – mamata banerjee reacts after abhishek banerjee summoned by cbi amid jana sanjog yatra


অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) CBI-এর নোটিশ দেওয়ার পর, তাঁর নবজোয়ার কর্মসূচির হাল ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। CBI তলবে সোমবারই তাকে কলকাতায় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। আর তাই বাঁকুড়ে থেকে কর্মসূচি থামিয়ে শুক্রবার রাতেই শহরে ফিরছেন তিনি। অভিষেকের জায়গায় ভার্চুয়ালি নবজোয়ার কর্মসূচির সভা করলেন মমতা।

Mamata Banerjee at Nobojowar: CBI-র নোটিশ পেয়ে কলকাতায় ফিরছেন অভিষেক, নবজোয়ার যাত্রায় যোগ এবার মমতার!
এদিন CBI নোটিশ পাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক। মমতা বলেন, “নোটিশ পাওয়ার পর অভিষেকের সঙ্গে আমার তিনবার কথা হয়েছে। ওকে বললাম তুই সময় চেয়েনে। বাঁকুড়া, পুরুলিয়া সফর শেষ করে চলে আসতে পারিস। ও বলল না দিদি, আমি কালকেই যাব। ও আজ রাতে কলকাতা পৌঁছবে ১২টা-১টা নাগাদ। দু’টো দিন সময় দেবে না? দিন রাত ঘুমোতে পারছে না একটা ছেলে। পরিবার পরিজন ছেড়ে রাস্তায় পড়ে রয়েছে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও সংযোজন, “BJP অভিষেককে ভয় পায়। নবজোয়ার কর্মসূচি দেখে ওদের ভাটা পড়ে গিয়েছে। এভাবে নবজোয়ার কর্মসূচি আটকানো যাবে না।”

Abhishek Banerjee : ‘কাজ না করলে ইস্তফা দিতে হবে…’, রায়না থেকে হুঁশিয়ারি অভিষেকের
কার্যত হুঁশিয়ারির সুরেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের কাজ করতে গেলে মানুষের পাশে থাকতে হবে। এটা অভিষেককে বলেছিলাম। আমিও জনসংযোগ করে এসেছি এভাবেই। আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, ভাবিস না তুই চলে আয়। তোর হয়ে আমি ভার্চুয়ালি মিটিং করে দেব। যদি কেউ ভেবে থাকে অভিষেককে আটকে দিয়ে মমতাকে আটকে দেওয়া যাবে, ভুল ভাবছেন। ওর মিটিং আমি করে দেব। জেনে রাখুন আমি ভয় পাই না। দরকার হলে জেলায় আমি যাব। দেখি কার কত শক্তি।”

Abhishek Banerjee : হাইকোর্ট ফেরাতেই CBI তলব, নবজোয়ার ছেড়ে রাতেই কলকাতায় অভিষেক
কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে বিরোধী শক্তিকে হেনস্থার চেষ্টা করছে মোদী সরকার। ফের একবার এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা খুব ধমকায় চমকায়। ওরা ভাবে চোর অপবাদ দিয়ে বেরিয়ে যাবে। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। আমি ওকে বললাম, তোর ছোট দু’টো বাচ্চা আছে, ঘরে বউ আছে, বাবা-মা বৃদ্ধ। জীবনের ঝুঁকি নিয়ে এই ঝড় জলের মধ্যে থাকিস না। সাতদিনের জন্য এই কর্মসূচি বাতিল কর। কিন্তু, ও আমায় বলল, না দিদি আমি যখন দু’মাস করব বলেছি, তখন এই কর্মসূচি শেষ না করে আসব না।”

Abhishek Banerjee: দুর্নীতিতে যোগসাজশ পেলে আমাকে ফাঁসির মঞ্চে তুলে দৃষ্টান্ত স্থাপন করুন: অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর আত্মীয় বলে আলাদা করে কোনও সুবিধা পায় না। এ প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একদিন তো আমরা চলে যাব, নতুনদের তো নিয়ে আসতেই হবে। ও আমার আত্মীয় বলে বেশি সুবিধা পায় না। তৃণমূল কংগ্রেস পরিবার মানুষের আত্মীয়। BJP নেতারা সারাক্ষণ ওর পিছনে লেগে আছে। আমরা বলেছি কোনও চিন্তা নেই এই নবজোয়ার কর্মসূচি আমরা সামলে নেব। আমরা BJP-র কথায় মাথা নত করব না। তোমরা যা ইচ্ছে করো। তর্জন গর্জন দিয়ে আমাদের থামানো যাবে না। যথক্ষণ না পর্যন্ত BJP-কে দিল্লির শাসন থেকে দূর করছি, ততদিন লড়াই সংগ্রাম থামছে না। চলছে চলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *