কালিয়াগঞ্জে গুলিতে নিহত বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রী গৌরী বর্মণের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গৌরী বর্মণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন এই বিজেপি নেতা। তিনি জানান, আগামী ৩ দিনের মধ্যেই চাকরির নিয়োগ পত্র পাবেন মৃত্যুঞ্জয়ের স্ত্রী। এদিন পুত্রহারা অসীম দেবশর্মাকেও আর্থিক সহায়তাও তুলে দেন শুভেন্দু। এছাড়াও ভারত সেবাশ্রম কর্তৃপক্ষকেও স্বর্গরথ কেনার জন্য আর্থিক সাহায্য তুলে দেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি ময়নার নিহত বিজয়কৃষ্ণ ভুঁইয়ার ছেলে ও মৃত্যুঞ্জয়ের স্ত্রী গৌরী বর্মণের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। তারা শীঘ্রই কাজে যোগ দেবেন।’ মৃত মৃত্যুঞ্জের স্ত্রী গৌরী এই প্রসঙ্গে বলেন, ‘উনি বলেছেন যখন আমার বিশ্বাস রয়েছে। কিছু একটা ব্যবস্থা উনি নিশ্চয়ই করে দেবেন। আমাকে কলকাতায় যেতে বলেছেন। তবে আমি দোষীর শাস্তি চাই।’

Suvendu Adhikari : ‘পুলিশমন্ত্রীর ১ মিনিটও চেয়ারে বসে থাকার অধিকার নেই’, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দুর
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘আদালতের নির্দেশের ফলে সিবিআই বাধ্য হয়েছে। আমাদের দেশে আইন সকলের জন্য সমান। তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়নি। সেই কারণে তাঁকে হাজিরা দিতে হবে।’

এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ও এগরা থানার আইসি বদল প্রসঙ্গেও মুখ খোলেন। তিনি বলেন, ‘এগরার ঘটনায় আইওয়াশ চলছে। ওই আইসি ওখান থেকে ৫০ হাজার টাকা তোলা তুলত। পুলিশের বিশ্বাস যোগ্যতা নষ্ট হয়েছে। গোটা রাজ্যে তৃণমূল নেতাদের বাড়িতে এমন রয়েছে। বুড়িমার চকোলেন বোম বন্ধ হয়ে গিয়েছে, এখন পিসিমার বোম পাওয়া যাচ্ছে।’

Egra Bomb Blast : NIA তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারারা
শুক্রবার ঝটিকা সফরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিম দুপুরে তিনি প্রথমে যান কুনোর ভারত সেবাশ্রমে। আশ্রমের স্বামী প্রনবানন্দ মহারাজজির মন্দিরে পুজোও দেন। এরপর আশ্রমের স্বামীজিদের সঙ্গে কথা বলেন।

সেখানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের ডাঙ্গিপাড়ায় সদ্য পুত্রহারা অসীম দেবশর্মাও। টাকার অভাবে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে না পেরে ব্যাগ পাঁচমাসের মৃত শিশুর দেহ বয়ে নিয়ে আসেন অসীম। এই ঘটনায় গোটা রাজ্য তোলাপাড় হয়েছিল। এদিন অসীম দেবশর্মাকে আর্থিক সহযোগিতা করেন বিরোধী দলনেতা। কালিয়াগঞ্জের কুনোর ভারত সেবাশ্রমকে ১২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেন শুভেন্দু অধিকারী।

Egra Blast : এগরার গ্রামে বাধার সম্মুখীন তৃণমূলের প্রতিনিধি দল, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস
ভারত সেবাশ্রম সংঘ থেকে সাহেবঘাটা এলাকায় মৃত নাবালিকার বাড়িতেও যান বিরোধী দলনেতা। সেখানে নাবালিকার সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করার পাশাপাশি শোকার্ত পরিবারকে সমবেদনা জানান তিনি সেখান থেকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে যান বিজেপি নেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *