Madan Mitra News : ‘প্রয়োজনে টিউশন করব, বই লিখলে বেস্ট সেলার হবে’, SSKM বিতর্কে বিস্ফোরক মদন মিত্র – madan mitra says he will become best seller if starts writing book


SSKM নিয়ে মন্তব্যে অনড় মদন মিত্র। একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন, এই মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে।

ঠিক কী বলেছেন মদন মিত্র?
তিনি বলেন, “যাঁরা গতকাল দায়িত্বে ছিলেন কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না! তারা রোগীকে দেখেননি। ট্রমা কেয়ার সেন্টার কোনও রোগীর দুর্ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে দেখতে বাধ্য। এটা সাধারণ মানুষের ট্রমা কেয়ার সেন্টার। যাঁর দুর্ঘটনা ঘটেছে তিনিও স্বাস্থ্যকর্মী। ২৪ বছর বয়স। মাথা ও বুকটা চলে গিয়েছে ওর। ও স্বাস্থ্য কর্মী শুনেই আমি ছুটে গিয়েছিলাম। তাতে যদি আমার ভুল হয় শাস্তি দিক।”

Madan Mitra: SSKM-এ দালাল চক্রের অভিযোগ নস্যাৎ! নাম না করে মদনকে কড়া জবাব হাসপাতাল কর্তৃপক্ষের
তিনি আরও বলেন, “আমাকে পদত্যাগ করতে বললে করে দেব। কিন্তু, একটা অনুরোধ থাকবে, পদত্যাগের এক মাসের মধ্যে নির্বাচন করতে হবে। আমি শুভেন্দু অধিকারী, সোনালী গুহ, মুকুল রায় নই। খুব বেশি হলে রাজনীতি ছেড়ে দেব। তবে আমি যদি লিখতে শুরু করি মুখ্যমন্ত্রীর কাছে বিনীতভাবে বলব বই মেলাতে বেস্ট সেলার হবে মদন মিত্র। যাই থিম হোক আমিই হব বেস্ট সেলার।”

Madan Mitra SSKM Kolkata : ‘মদনের রোগী বলে বাড়তি সুবিধা নয়…’, SSKM-র বিরুদ্ধে ‘কালারফুল বয়’-র অভিযোগে পালটা চন্দ্রিমা
অভিমানের সুরে মদন মিত্র বলেন, “কী দিয়েছেন! ছেড়ে দেব রাজনীতি। ওই একটা MLA-র মাইনে! এখনও যা পড়াশোনা রয়েছে তাতে টিউশন করে খেতে পারব। শুধু পরিবারের উপর কোনও প্রতিহিংসা নেবেন না।” একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার রাতে এক রোগীকে ভর্তি করা নিয়ে উত্তপ্ত হয় পরিস্থিতি। জানা গিয়েছে, তিনি এক স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে ভর্তি করার জন্য গিয়েছিলেন। কিন্তু, তাকে ভর্তি নেয়নি SSKM কর্তৃপক্ষ। এরপর থেকেই সরব মদন।

Madan Mitra : ‘এই রনিতা-ববিতা-পলিতা পুরো ব্যাপারটাই খুব কনফিউসিং’, আদালতের রায়কে কটাক্ষ মদনের
SSKM হাসপাতালকে বয়কট করার ডাক দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, সেখানকার হাসপাতালে চলছে দালাল রাজ এমনটাও দাবি করেছেন মদন মিত্র। এই সরকারি হাসপাতালকে বয়কট করার ডাক দিয়েছিলেন তিনি।

পালটা সরব হয়েছে SSKM কর্তৃপক্ষও। তারা স্পষ্ট জানিয়েছে, কোনও অশান্তি, চিকিৎসক বা চিকিৎসাকর্মীদের উপর চোটপাট করা হলে তা বরদাস্ত করা হবে না। সকলের জন্য নিয়ম এক। বিশেষ কোনও ব্যক্তির রোগী বলে কাউকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়া হবে না বলেই জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Kalyan Banerjee Rajib Banerjee: ‘চাটার্ড ফ্লাইটে উড়ে পদ্মে যোগ!’ প্রসঙ্গ তুলে রাজীবকে কটাক্ষ কল্যাণের, নিশানায় মদনও
চন্দ্রিমা ভট্টাচার্যও বলেন, “কারও জন্য আলাদা নিয়ম নয়। নির্দিষ্ট নিয়ম মোতাবেক কাজ হয় হাসপাতালে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *