West Bengal Government News : শববাহী যান ছাড়া মৃতদেহ রিলিজ নয়, কড়া নির্দেশিকা জারি নবান্নের – west bengal government orders to all hospital superintendents on corpse carrying procedure


এবার থেকে মৃতদেহকে সম্মানের সঙ্গে নিয়ে যেতে হবে। শববাহী যান বা মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা হলেই মৃতদেহ রিলিজ করতে হবে। রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ, হাসপাতালের সুপার ও জেলাগুলোর মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিল নবান্ন।

Kolkata Police : কলকাতা পুলিশের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত! ইন্সপেক্টর র‍্যাঙ্ক পেতে আরও অপেক্ষা
শবদেহ নিয়ে একাধিক ঘটনার মাঝে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতালে একটি নির্দেশিকায় জানানো হয়, যে কোনও মৃতদেহ সম্মানের সঙ্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য শববাহী গাড়ি বা অন্য কোনও যানবাহনের ব্যবস্থা করলে তবেই হাসপাতাল থেকে মৃতদেহ ছাড়া হবে।

West Bengal Police : অপরাধের ঠিকুজি রাখতে সব থানাকে ট্যাব রাজ্যের
মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য কোনও ব্যবস্থা না থাকলে স্থানীয় পুরসভা, কর্পোরেশন বা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে শববাহী গাড়ি না পেয়ে ব্যাগে করে সন্তানের দেহ বাড়ি নিয়ে যায় বাবা৷ সেই ঘটনায় বিতর্ক শুরু হয় রাজ্য জুড়ে। তারপরেই নড়েচড়ে বসল প্রশাসন। কড়া নির্দেশিকা জারি নবান্নের।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার নির্দেশিকা। নির্মম ঘটনা থেকে শিক্ষা নিয়েই নবান্ন নির্দেশিকা দিল বলে সূত্রের খবর।

Kaliyaganj Child Death : কালিয়াগঞ্জে ব্যাগে সন্তানের দেহ! তদন্তের নির্দেশ নবান্নের
এর আগে কালিয়াগঞ্জ নির্যাতিতার দেহ পুলিশের টেনে নিয়ে যাওয়ার ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই ঘটনা নিয়েও বিস্তর জলঘোলা হয়। এরকম দৃশ্যের চূড়ান্ত নিন্দা করা হয় সব মহল থেকে। কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।
এরপরেই ফের উত্তর দিনাজপুরে এক শিশুর মৃতদেহ শববাহী গাড়ি না পেয়ে ব্যাগে করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। নির্মম এই ঘটনায় রাজ্য সরকারের ব্যবস্থার বিরুদ্ধে সরব হয় সব মহল। ঘটনার চূড়ান্ত নিন্দা করা হয়। সেক্ষেত্রে হাসপাতালের বাইরে অ্যাম্বুল্যান্স চালকদের দাদাগিরির ঘটনা সামনে আসে। একাধিক জায়গায় রোগীর পরিবারকে এর ভুক্তভোগী হতে হয় বলে অভিযোগ করা হয়।

Mamata Banerjee : আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: মমতা বন্দ্যোপাধ্যায়

এই ঘটনা সামনে আসার পরেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় অ্যাম্বুল্যান্স এর অভাব নেই বলে জানান তিনি। তবে এই ঘটনা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয় সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। তার মধ্যেই রাজ্য সরকারের তরফে সমস্ত জেলার হাসপাতাল সুপারদের কড়া নির্দেশিকা পাঠানো হল। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *