WB Uccha Madhyamik Result 2023 Alipurduar : মায়ের উদয়-অস্ত লড়াই, দারিদ্রতাকে জয় করে পিতৃহীনা মল্লিকা উচ্চমাধ্যমিকে দশম – west bengal hs 2023 student mallicka debnath from alipurduar got tenth rank


বাবা গত হয়েছেন বছর পাঁচেক আগে। তারপর থেকেই দারিদ্র্যতা চেপে বসেছিল পরিবারে। দারিদ্রতাকে পেছনে ফেলে রেখে উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করল শামুকতলা থানার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাকলা স্কুলডাঙ্গার ছাত্রী মল্লিকা দেবনাথ। মল্লিকা মহাকালগুড়ি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৮৭।

WB Uccha Madhyamik Result 2023 Nadia : রাষ্ট্রবিজ্ঞানে ১০০ তে ১০০, ভবিষ্যতে অধ্যাপিকা হতে চান উচ্চমাধ্যমিকে ষষ্ঠ সৌমিলি
মল্লিকার এমন ফলাফলে খুশি স্কুলের শিক্ষিকারা সহ গোটা এলাকার বাসিন্দারা। ‌মল্লিকা রাজ্যে দশম স্থান অধিকার করেছে এমন খবর পাওয়ার পরেই স্কুল চত্বরে ভিড় জমান অনেকেই। ‌মহাকালগুড়ি বালিকা বিদ্যালয় থেকে সম্বর্ধনা জানান স্কুলের শিক্ষিকারা। এছাড়াও স্কুল প্রাঙ্গণে তাকে সংবর্ধনা জানান শামুকতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক ভট্টাচার্য। ‌এছাড়াও রাজনৈতিক নেতা থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে সম্বর্ধনা জানান। ‌

WB Uccha Madhyamik Result 2023 Bankura : উচ্চমাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে প্রথম স্থানে তিনজন, সাফল্যের শীর্ষে ঝাড়গ্রাম-বাঁকুড়া
আগামী দিনে তার ইচ্ছা শিক্ষিকা হওয়ার। মল্লিকার বাড়ি স্কুলডাঙ্গা বাকলা এলাকায়। বাবা গত হয়েছেন পাঁচ বছর আগে। তিন বোন, মা, ঠাকুরদা-ঠাকুমাকে নিয়েই তাঁদের সংসার। মা বাড়িতে বসেই ছাত্র-ছাত্রীদের পড়ান। তাছাড়া বন্ধন ব্যাংক থেকে লোন তুলে বাড়িতেই স্টেশনারি দ্রব্যের ব্যবসা করেন। তাছাড়াও পাড়ায় পাড়ায় ঘুরে স্টেশনারী দ্রব্য বিক্রি করেন সাইকেলে করে। ‌
পাঁচ বছর আগে মল্লিকার বাবা মারা যান শারীরিক অসুস্থতায় তখন তার ছোট্ট বোনটির বয়স ছিল ১৭ দিন । কঠিন পরিস্থিতিতে মল্লিকার মা তিন কন্যা সন্তানকে নিয়ে লড়াই করে সংসার টিকিয়ে রেখেছেন। ‌ মল্লিকা দশম স্থান অধিকার করেছে আর এই আনন্দে হাসি ফুটেছে তাঁর মায়ের মুখে। ‌

WB Uccha Madhyamik Result 2023 Jalpaiguri : মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও মেধা তালিকায় স্থান, ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাইস্কুলে নজরকাড়া সাফল্য
আলিপুরদুয়ার জেলা থেকে এবার একাধিক ছাত্র ছাত্রী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৯০ নাম্বার পেয়ে রাজ্যে সপ্তম আলিপুরদুয়ার ম্যাকোলিয়াম উচ্চতর বিদ্যালয়ের ছাত্র সন্দীপ ঘোষ। আগামী দিনে অংক অথবা স্ট্যাটিসটিকস নিয়ে রিচার্জ করতে চায় সন্দীপ। বাবা পেশায় ফটোগ্রাফি ও মুদি দোকানের ব্যবসায়ী। দিনে ৬ ঘণ্টা পড়াশোনা করতে সন্দীপ।

WBCHSE HS Result 2023: দিনে ৩ থেকে ৪ ঘন্টা পড়েই উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ উৎসা

এর পাশাপাশি, উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী সহেলী আহামেদ। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১। বুধবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হওয়ার পর তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে আসেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ বিশিষ্ট জনেরা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১ রাজ্যে ষষ্ঠ স্থান অধিকারে সহেলি। এই ফলাফলের পর সাংবাদিকদের মুখোমুখি সহেলী আহামেদ বলেন ভবিষ্যৎতে তিনি অধ্যাপিকা হতে চান তাঁর এই সাফল্যে খুশী তাঁর বাবা মা সহ শিক্ষক শিক্ষিকারা। এই সাফল্য খবর ছড়িয়ে পড়তেই খুশী কামাখ্যাগুড়িবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *