খবর পেয়েই ঘটনাস্থলকে ঘিরে ফেলা হয় পুলিশের পাহারায়। বম্ব স্কোয়াডকে খবর দেয়া হয় বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য। কতগুলি বোমা আছে বালতির মধ্যে তা এখনও জানা যায়নি। তবে আনুমানিক ৮ থেকে ১০ টি বোমা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, “এই বালতিটি আমার নজরে পড়ে প্রথমে। আর দেখেই আমার সন্দেহ হয়। কারণ জেলা থেকে প্রচুর বোমা উদ্ধার হচ্ছে। আর রামপুরহাটের অন্যান্য জায়গা থেকেও অনেক বোমা উদ্ধার হয়েছে। তাই আর দেরি না করে অন্য গ্রামবাসীদের জানাই, আর তারপর পুলিশকে খবর দিই”।
শুধু এই বোমা উদ্ধারই নয়, এদিন জেলা থেকে আর একটি চাঞ্চল্যকর খবর পাওয়া গিয়েছে। বীরভূম জেলা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ঘটনাটি ঘটেছে নলহাটি থানার মধুপুরে। নলহাটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিস্ফোরক গুলি উদ্ধার করে।
সূত্রের খবর ১৬ প্যাকেট জিলেটিন স্টিক, ১৬ প্যাকেট অর্থাৎ দুই ব্যাগ ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর নাম আশরাফুল শেখ। নলহাটি থানার উদয়নগরে তার শ্বশুরবাড়ি। এবং মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায় নিজের বাড়ি বলে জানা যায়।
আজ তাকে রামপুরহাট আদালতে তোলা হয়। কি উদ্দেশ্যে এই ধরনের বিস্ফোরক ওই ব্যক্তি নিয়ে যাচ্ছিল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। ওই ব্যক্তির সঙ্গে আর কে কে জড়িয়ে রয়েছে সেই খোঁজও করা হবে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগেই এসব বোমা বিস্ফোরক উদ্ধার করা হচ্ছে, সেই কারণে কোনও ফাঁক রাখতে রাজি নয় পুলিশ।