Birbhum News : একদিনে এই নিয়ে দু-দুবার! ফের বীরভূমের তারাপীঠ থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার – a bucket bomb recovered from birbhum tarapith


Bomb Recovered : তাজা বোমা উদ্ধার যেন থামার নাম নেই রাজ্য জুড়ে। প্রায় প্রত্যেকদিন রাজ্যের ২-৩টি জেলা থেকে মিলছে তাজা বোমা। এর মধ্যে শীর্ষ তালিকায় থাকছে বীরভূম ও মুর্শিদাবাদ। গতকাল বৃহস্পতিবার বীরভূম জেলা থেকে উদ্ধার করা হয়েছিল ৩০ টি তাজা বোমা। সেই আতঙ্কের মধ্যেই আজ আবার রামপুরহাট মহকুমা থেকে মিলল তাজা বোমা। এই মহকুমার তারাপীঠে আবার বোমা উদ্ধার হল। বীরভূমের রামপুরহাট ২ নম্বর ব্লকের তারাপীঠ থানার সাহাপুর পঞ্চায়েতের নুরুদ্দিপুর গ্রামের মাঠের পুকুরে পাড়ের ঝোপ থেকে এক বালতি বোমা উদ্ধার করা হয়।

Birbhum Bomb Recovery : বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে বীরভূম!ড্রাম ভর্তি ৩০টি বোমা উদ্ধার
খবর পেয়েই ঘটনাস্থলকে ঘিরে ফেলা হয় পুলিশের পাহারায়। বম্ব স্কোয়াডকে খবর দেয়া হয় বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য। কতগুলি বোমা আছে বালতির মধ্যে তা এখনও জানা যায়নি। তবে আনুমানিক ৮ থেকে ১০ টি বোমা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Birbhum Blast : কাটেনি তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের রেশ, ফের এক ড্রাম তাজা বোমা উদ্ধার বীরভূমে!
স্থানীয় এক বাসিন্দা জানান, “এই বালতিটি আমার নজরে পড়ে প্রথমে। আর দেখেই আমার সন্দেহ হয়। কারণ জেলা থেকে প্রচুর বোমা উদ্ধার হচ্ছে। আর রামপুরহাটের অন্যান্য জায়গা থেকেও অনেক বোমা উদ্ধার হয়েছে। তাই আর দেরি না করে অন্য গ্রামবাসীদের জানাই, আর তারপর পুলিশকে খবর দিই”।

Bomb Recovered : একদিন যেতে না যেতেই ফের মুর্শিদাবাদ! বাঁশ বাগান থেকে কন্টেনার ভর্তি বোমা উদ্ধার
শুধু এই বোমা উদ্ধারই নয়, এদিন জেলা থেকে আর একটি চাঞ্চল্যকর খবর পাওয়া গিয়েছে। বীরভূম জেলা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ঘটনাটি ঘটেছে নলহাটি থানার মধুপুরে। নলহাটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিস্ফোরক গুলি উদ্ধার করে।

Bomb Recovered : পঞ্চায়েত ভোটের আগে ফের উদ্ধার তাজা বোমা, তীব্র আতঙ্ক সাগরপাড়ায়
সূত্রের খবর ১৬ প্যাকেট জিলেটিন স্টিক, ১৬ প্যাকেট অর্থাৎ দুই ব্যাগ ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর নাম আশরাফুল শেখ। নলহাটি থানার উদয়নগরে তার শ্বশুরবাড়ি। এবং মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায় নিজের বাড়ি বলে জানা যায়।

Birbhum Blast : দুবরাজপুর বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ২, ডিসপোজাল স্কোয়াডের তল্লাশি
আজ তাকে রামপুরহাট আদালতে তোলা হয়। কি উদ্দেশ্যে এই ধরনের বিস্ফোরক ওই ব্যক্তি নিয়ে যাচ্ছিল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। ওই ব্যক্তির সঙ্গে আর কে কে জড়িয়ে রয়েছে সেই খোঁজও করা হবে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগেই এসব বোমা বিস্ফোরক উদ্ধার করা হচ্ছে, সেই কারণে কোনও ফাঁক রাখতে রাজি নয় পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *