Bomb Recovered : একদিন যেতে না যেতেই ফের মুর্শিদাবাদ! বাঁশ বাগান থেকে কন্টেনার ভর্তি বোমা উদ্ধার – many more bombs were recovered in murshidabad


Murshidabad News : রাজ্যে বিরাম নেই বোমা উদ্ধারে। কোনও না কোনও জেলায়, প্রায় প্রত্যেকদিন উদ্ধার করা হচ্ছে একের পর এক তাজা বোমা। গতকাল বৃহস্পতিবারই বীরভূম জেলা থেকে উদ্ধার করা হয় ৩০ টি তাজা বোমা। আর গতকালই সেই তালিকায় নাম লেখালো মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর। পঞ্চায়েত ভোটের আগে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদে। বোমা উদ্ধারের তালিকায় ছিল ডোমকল, সামশেরগঞ্জ, বেলডাঙা, রেজিনগর, সাগরপাড়া। এবার সেই তালিকায় ঢুকল জঙ্গিপুর। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি বাঁশ বাগান থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ।

Bomb Recovered : পঞ্চায়েত ভোটের আগে ফের উদ্ধার তাজা বোমা, তীব্র আতঙ্ক সাগরপাড়ায়
বৃহস্পতিবার রাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থল ঘিরে রেখে বম্ব স্কোয়াড টিমকে খবর দেয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “এতদিন টিভিতে, খবরের কাগজে পড়েছি বোমা উদ্ধার হওয়া নিয়ে।

Birbhum Blast : কাটেনি তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের রেশ, ফের এক ড্রাম তাজা বোমা উদ্ধার বীরভূমে!
এবার আমাদের এলাকাতেও দেখলাম বোমা উদ্ধার হচ্ছে। এবার রীতিমতো আতঙ্ক লাগছে। কোনও দিন এরকম হয়নি। আর আমাদের এই এলাকা রাজনৈতিক ভাবেও তেমন উত্তপ্ত নয়। কিন্তু এরপর যে কি হবে বুঝতে পারছি না”।

Birbhum Bomb Recovery : বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে বীরভূম!ড্রাম ভর্তি ৩০টি বোমা উদ্ধার
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে এই বোমা উদ্ধার হওয়ার একদিন আগেই বুধবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার মির্জাপুর গ্রামে তিনটি প্লাস্টিকের কন্টেনার ভর্তি দেশি বোমা এবং সকেট বোমা উদ্ধার হয়। বুধবার সকালে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Egra Bomb Blast : এগরার পর এবার কোচবিহার, মাটি কাটতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ! জখম ১
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মির্জাপুর পোলিওপাড়া এলাকার কিছু বাসিন্দা যখন কাজে যাচ্ছিলেন সেই সময় তাঁরা স্থানীয় একটি বাঁশ বাগানের মধ্যে তিনটি প্লাস্টিকের কন্টেনারের মধ্যে প্রচুর বোমা দেখতে পান। এরপরই ঘটনাটি বেলডাঙা থানাতে জানানো হলে পুলিশ এসে এলাকা ঘিরে দেয়।

Egra Blast : এগরা যেন বারুদের পাহাড়! ডোবা থেকে বস্তা বস্তা বোমা তৈরির মশলা উদ্ধার গ্রামবাসীদের
স্থানীয় এক বাসিন্দা বলেন, আজ সকালে গ্রামের কয়েকজন বাচ্চা বাঁশ বাগানে খেলা করছিল। তখন তারা প্লাস্টিকের কন্টেনারগুলো দেখতে পায়। এরপর বাচ্চারা বাড়িতে এসে খবর দিলে গ্রামবাসীরা ওই বাঁশ বাগানে গিয়ে তিনটি বোমা ভর্তি কন্টেনার দেখতে পান।

ভাটপাড়ায় ৫০টি তাজা বোমা উদ্ধার!

তারপর পুলিশে খবর দেওয়া হয়। গ্রামবাসীদের অনুমান তিনটে প্লাস্টিকের কন্টেনারে কমপক্ষে ৬০ টি বোমা ছিল। একসঙ্গে এতগুলো বোমা উদ্ধার হওয়াতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বেলডাঙার মির্জাপুরের বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *