Barrackpore Shootout : ব্যারাকপুরের আগে ডাকাতদের প্রথম টার্গেট হাওড়া! জানার পরেই ভয়ে সিঁটিয়ে সোনা ব্যবসায়ী – howrah was the first target of robbers before barrackpore said police


Howrah News : ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি এবং ব্যবসায়ীর ছেলেকে গুলি করে ‘খুনে’র ঘটনার পর এবার সেই আতঙ্ক ব্যারাকপুর ছাড়িয়ে পৌঁছে গিয়েছে হাওড়া জেলাতেও। জানা গিয়েছে, ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি ও খুনের ঘটনার সঙ্গে যুক্ত ডাকাতদের প্রথম টার্গেট ছিল হাওড়ার কদমতলার এক সোনার দোকান। আর এই কথা জানার পর থেকেই আতঙ্কে রয়েছেন হাওড়ার স্বর্ণ ব্যবসায়ী যীশু কৃষ্ণ আড়ি।

Barrackpore Shootout : ব্যারাকপুরের ঘটনায় চরম আতঙ্কে ব্যবসায়ীরা, শনিবার ১২ ঘণ্টার বনধের ডাক
শুক্রবার সকালে তাঁর দোকানে অভিযুক্ত ডাকাতদের নিয়ে উপস্থিত হন হাওড়া সিটি পুলিশ ও ব্যারাকপুর কমিশনারেটের বিশাল বাহিনী সহ উচ্চপদস্থ আধিকারিকরা। তখনই তিনি জানতে পারেন যে ডাকাতদের প্রথম টার্গেট ছিল তাঁর দোকান। জানা গিয়েছে, গত ১৮ই মে ডাকাতরা তাঁর দোকানে একটি রুপোর চেন কিনতে এসে দেখে যায় দোকানটি। এরপরে গোটা এলাকার সমস্ত রাস্তাঘাট ঘুরে দেখে ডাকাতরা। পরিকল্পনা অনুযায়ী ২৪শে মে এই দোকান লুঠ করত ওই ডাকাত দল।

Barrackpore Shoot Out : ভরসন্ধ্যায় ব্যারাকপুরে শ্যুট আউট, ডাকাতিতে বাধা দিতে গিয়ে চলল গুলি
সেই মতো সকাল সকাল দলটি উপস্থিত হয় দোকানের বাইরে। তবে দোকান খোলার সঙ্গে সঙ্গে বেশ কিছু খদ্দের দোকানে চলে আসায় সেই পরিকল্পনা ব্যর্থ হয় তাদের। পরিকল্পনা ব্যর্থ হতেই পরবর্তীতে তারা চলে যায় ব্যারাকপুরে। গোটা ঘটনা দোকানের CCTV ক্যামেরায় ধরা ছিল।

D Bapi Biriyani-তে গুলির ঘটনার সঙ্গে ব্যারাকপুর শ্যুটআউটের যোগসূত্র আছে! বিস্ফোরক অর্জুন সিং
তদন্তের স্বার্থে এদিন সকালে পুলিশ আধিকারিকরা সেই CCTV সঙ্গে করে নিয়ে গিয়েছেন। গোটা বিষয় জানার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই ব্যবসায়ী। একই সঙ্গে নিরাপত্তাহীনতাতেও ভুগছেন তিনি। তিনি চাইছেন গোটা এলাকায় যেন পুলিশি টহলদারি আরও বাড়ানো হয়।

Barrackpore Shootout : ‘৪০ কেজির ভুঁড়ি নিয়ে কী করবে?’, ব্যারাকপুরের ঘটনায় পুলিশকে খোঁচা অর্জুনের
একই সঙ্গে এই নিয়ে হাওড়া স্বর্ণ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি আবেদনও করা হয় বলে জানিয়েছেন তিনি। ওই ব্যবসায়ী যীশু কৃষ্ণ আড়ি বলেন, “আমার এই বিষয়ে কিছুই জানা ছিল না। আজ সকালে হঠাৎ যখন পুলিশের বড় অফিসারদের বিশাল বাহিনী নিয়ে আমার কাছে আসতে দেখি, তখনই আমার সন্দেহ হয়।

Barrackpur Shootout: ব্যারাকপুর শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার ২, এখনও ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা
ওনাদের কাছেই শুনলাম ডাকাতদের সমস্ত পরিকল্পনার ব্যাপারে। শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। এখন একটা বিষয়েই চিন্তা করছি, এদের গোটা দল তো এখনও ধরা পড়েনি। তাই আমার এই মুহূর্তে চিন্তামুক্ত হওয়ার কোনও প্রশ্নই নেই।

Barrackpore Shootout : আঁকা ছেড়ে ব্যবসায় যাওয়াই হলো কাল
যে কোনও মুহূর্তে ওই ডাকাতদল হানা দিতে পারে আমার দোকানে। সেই কারণে আমি পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছি। সেই সঙ্গে স্বর্ণ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনকেও গোটা ঘটনা খুলে বলেছি। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আবেদন করা হয়েছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *