এই সময়, আলিপুরদুয়ার: ফের তড়িদাহত হয়ে বুনো হাতির মৃত্যু হল ডুয়ার্সে। শুক্রবার গভীর রাতে আলিপুরদুয়ারের মাদারিহাটের মধ্য খয়েরবাড়ি এলাকার একটি সুপারি বাগানে হানা দেয় কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশটি বুনো হাতির দল। সেই সময়ে মুষলধারে বৃষ্টি চলছিল।

ওই সুপারি বাগানের উপর দিয়ে বেশ খানিকটা ঝুলে ছিল এগারো হাজার ভোল্টের বিদ্যুতের তার। হাতিরা মড়মড় শব্দে সুপারি গাছ ভাঙতে শুরু করলেই, আচমকা একটি সুপারি গাছে ওই হাই টেনশন লাইনের সংস্পর্শে এলে দাউদাউ করে জ্বলে ওঠে।

Alipurduar News : বান্ধবীকে টান মেরে বাঁচিয়েই জলে তলিয়ে গেল নাবালিকা, মর্মান্তিক ঘটনা আলিপুরদুয়ারের
প্রত্যক্ষদর্শী গোপাল ছেত্রী বলেন, “সেই সময়ে একটি পূর্ণ বয়স্ক হাতি ওই সুপারি গাছের গা-ঘেঁষে দাঁড়িয়েছিল। হঠাৎ-ই তড়িদাহত হয়ে চিৎকার করতে করতে প্রায় দু’শো মিটার দূরে মাটিতে আছড়ে পড়ে। সেখানেই মৃত্যু হয় ওই বুনো হাতির। দলের অন্য সদস্যরা তখন তাকে ঘিরে চিৎকার শুরু করে।”

কিছু একটা বিপদ হয়েছে আঁচ করতে পেরেই জলদাপাড়া বনবিভাগের এলিফ্যান্ট স্কোয়াডে খবর দেন তিনি। দুর্যোগের রাতেই ময়না তদন্তের জন্য হাতিটির দেহ তুলে আনা হয় পে-লোডারের সাহায্যে।

Elephant Attack : হাতির হানায় ভেঙে পড়ল মাটির দেওয়াল, চাপা পড়ে মৃত ১
ওই সুপারি বাগানের মালিক বলেন, “বাগানে হাতির আনাগোনা টের পেতেই আমরা সাবধান হয়ে লুকিয়ে পড়ি। হাতির দলের চিৎকার শুনে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে দেখি, একটি সুপারি গাছ দাউ দাউ করে জ্বলছে। কিছুটা দূরে পড়ে রয়েছে একটি হাতি।”

Elephant Attack In Jhargram : হাতির চলাচলের জন্য জাতীয় সড়কে আন্ডারপাস
জলদাপাড়া বনবিভাগের ডিএফও দীপক এম বলেন, “হাতিটির মৃত্যুর জন্যে কেউ-ই দায়ী নয়। ঘটনাস্থল পরীক্ষার পরে আমরা নিশ্চিত, বিদ্যুতের তারের সংস্পর্শে থাকা সুপারি গাছে বুনো হাতিটির শুঁড় জড়িয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *