ফের বাংলায় অরিজিতের কনসার্ট, কলকাতা-শিলিগুড়ির পর এবার কোথায়?


শিলিগুড়ির পর ফের বাংলায় ‘দ্য অরিজিৎ শো’। জিয়াগঞ্জের ছেলের মর্মস্পর্শী কণ্ঠে মাত গোটা বাংলা সহ দেশ তথা বিশ্ব। প্রেম থেকে বিরহে অরিজিতের কণ্ঠ ছাড়া যেন প্রাণ পায় না গান।কলকাতা, শিলিগুড়ির পর এবার কোচবিহারে কনসার্ট করতে আসছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি কোচবিহারে আসবেন। কোচবিহারের একটি সংস্থার তরফে ইতিমধ্যে অরিজিৎ সিংয়ের সংস্থার সঙ্গে প্রাইমারি আলোচনা সেরে ফেলেছে। সেখান থেকে সবুজ সংকেত মিলতেই আয়োজক সংস্থার তরফে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ওই সংস্থার তরফে ইতিমধ্যে জেলাপ্রশাসনের কর্তাদের সঙ্গেও আলোচনা করে ঠিক হয়েছে।

Arijit Singh: জিয়াগঞ্জে রেস্তোরাঁ খুলেছেন অরিজিৎ সিং? সেই ‘হেঁশেল’-এর খাবারের দাম জানলে চমকে উঠবেন

প্রাথমিকভাবে ঠিক হয়েছে ঐতিহ্যবাহী কোচবিহার রাজপ্রাসাদের পাশে রাজবাড়ি স্টেডিয়ামে ওই কনসার্ট হবে। কিছুদিন আগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অরিজিৎ সিং এর কনসার্ট হয়েছিল। সেই অনুষ্ঠানকে ঘিরে মেতে উঠেছিল গোটা উত্তরবঙ্গ। গোটা উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে কোচবিহার থেকে প্রচুর সঙ্গীতপ্রেমী গাড়িভাড়া করে অরিজিৎ সিংয়ের সেই কনসার্ট দেখতে গিয়েছিল। তারপর থেকেই কোচবিহারে অরিজিত সিং এর কনসার্ট করার বিষয়ে উদ্যোগী হয় ওই সংস্থা।

Arijit Singh Live Concert: ভক্তদের মনখারাপ! ফের স্থগিত অরিজিতের শো…
জানা গিয়েছে, ওই সংস্থার তরফে অরিজিতের টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করা হয়েছে। তবে এখনও চুড়ান্ত স্বাক্ষর হওয়া বাকি আছে। তবে যেহেতু বিরাট লোকের সমাগম হবে তাই রাজবাড়ী স্টেডিয়ামের কথা ভেবে জেলাপ্রশাসনের কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলা হয়েছে। সূত্রের খবর, জেলাপ্রশাসনের কর্তারাও ওই কনসার্টের ব্যাপারে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আয়োজক সংস্থার এক কর্তা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ওই কনসার্ট হবে। এখনও অনেক কাজ বাকি। কথাবার্তা সবটাই প্রাথমিক পর্যায়ে।

Adipurush Song : প্রভাসের লিপে অরিজিৎ ম্যাজিক, ‘জয় শ্রী রাম’-এ ঝড় তুলল আদিপুরুষ

অরিজিৎ সিংয়ের শোয়ে টিকিটের চাহিদা থাকে আকাশছোঁয়া। তাই শোয়ের স্থান ও তারিখ ঠিক হওয়ার দিকে তাকিয়ে ভক্তরা। টিকিট বুকিং শুরু হতে না হতেই হুহু করে বিকিয়ে যায়। অরিজিতের শোয়ের মধ্যম দামের টিকিটের আসন সবথেকে তাড়াতাড়ি পূরণ করা যায়। আপাতত শোয়ের পুরোটাি প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই টিকিট বিক্রি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সংস্থার তরফে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *