সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের দল বদল নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং পার্টি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে সাগরদিঘির বিধায়কের কংগ্রেস ত্যাগ করে তৃণমূল যোগদান নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিতে নারাজ তৃণমূল নেত্রী। তিনি বলেন, ”বিষয়টি নিয়ে আমি কিছু জানি না। লোকাল নেতাদের জিজ্ঞেস করুন।”সোমবারই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জার্সি বদল সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের। মুর্শিদাবাদ নয়, নবজোয়ার যাত্রার মাঝে ঘাটালে এসে জোড়াফুলে যোগদান করেন বাইরন। সাগরদিঘি উপনির্বাচনের তিনমাসের মধ্যে কংগ্রেসকে বিধানসভায় শূন্য করে বাইরনের তৃণমূলে যোগদানে সমালোচনার ঝড় রাজ্য রাজনীতিতে।

Bayron Biswas: দল ভাঙাইনি, বাইরন নিজে এসে তৃণমূলে যোগ দিয়েছে: অভিষেক

বায়রন বিশ্বাসের যোগদান প্রসঙ্গে এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি তীব্র বিরক্তি প্রকাশ করে স্থানীয় নেতৃত্বকে এ বিষয়ে প্রশ্ন করতে বলেন। তবুও সাংবাদিকদের তরফ থেকে বার বার প্রশ্ন আসায় তৃণমূল সুপ্রিমো বলেন, ”বিষয়টা স্থানীয় নেতৃত্বের। এটা লোকাল ম্যাটার। এবিষয়ে আমি কিছুই জানি না। আমিও বিষয়টি খবরের কাগজে দেখলাম। এ বিষয়ে যা জিজ্ঞেস করার স্থানীয় পার্টি নেতত্বকে জিজ্ঞেস করুন। আমি এগুলো করি না। পার্টির অনেক নিয়ম আছে। আমি এগুলি করি না। এগুলি ব্লক লেভেলে হয়।”

Bairon Biswas : কথা দিয়েও রাখলেন না! বাড়ি থেকে ২০০ কিমি দূরে অভিষেকের হাতে জার্সি বদল বাইরনের
সোমবার সকালে বঙ্গের রাজনৈতিক ময়দানকে চমকে দিয়ে ডিগবাজি বাইরনের। তিন মাস আগেই ২৩ হাজার ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন তিনি। তিন মাসে চিত্র বদল, হাত শূন্য করে বাইরন এখন জোড়াফুলে। সাগরদিঘিতে হাতের জয়জয়কার এখন বদলে গিয়েছে শ্লেষের তীরে। এই ঘটনায় সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেস নেতৃত্ব। অধীর বলেন, মানুষের রায়কে পদাঘাত করেছে বাইরন। তাঁর অভিযোগ, ওঁরা বাইরন জেতার পর থেকেই ওঁকে বারবার দলে টেনে নেওয়ার চেষ্টা করে এসেছে। সাগরদিঘির উপনির্বাচনের পরাজয় ওঁঁরা মেনে নিতে পারেননি।

Bayron Biswas Nawsad Siddiqui : ‘সবার আত্মবিশ্বাস সমান নয়…’, দলবদলু বাইরনকে কী বার্তা নওশাদের?

প্রসঙ্গত, বাইরন বিশ্বাসের দল বদল নিয়ে অন্য সুর বারাসতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিতের। তিনি বলেন, ”এভাবে দল বদল ঠিক নয়। যে প্রতীকে জিতেছে, তার আর মানে রইল না।” এই দলবদলকে সমর্থন করছেন না বিধায়ক বলে তাঁর মন্তব্যে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞ।

অন্যদিকে, বিড়ি ব্যারন বাইরন বিশ্বাসের দলবদলের পরই বাড়ানো হল নিরাপত্তা। বাড়ির বাইরে অতিরিক্ত হোম গার্ড মোতায়েন করা হবে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *