Kolkata Municipal Corporation Councillor : কলকাতা পুরসভার কাউন্সিলারের বাড়িতে চুরি – a complaint of theft of several thousand rupees including gold and silver was reported from the house of sudarshana mukhopadhyay councilor of kolkata municipality


এই সময়: কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে চুরির অভিযোগ উঠলো। তাঁর অভিযোগ, সোমবার গভীর রাতে তাঁদের বালিগঞ্জ প্লেসের বাড়িতে কেউ ঢুকেছিল। বাড়ির খান ছয়েক ট্যাপ কলের মুখ ও পাইপ, নগদ প্রায় চল্লিশ হাজার টাকা, সোনা ও রূপোর হার এবং কানের দুল চুরি গিয়েছে বলে তিনি জানান।

Nadia News : বাড়িতে কেউ না থাকার সুযোগে সর্বস্ব লুঠ করে হাওয়া দুষ্কৃতীরা! ষড়যন্ত্র দেখছেন মহিলা
তবে চুরির কায়দায় বিব্রত সুদর্শনা নিজেও। তিনি জানিয়েছেন, কাউন্সিলার হিসেবে তাঁকে অনেক বার অন্যের বাড়ির চুরির সমস্যা শুনতে হয়েছে। তবে এই রকম চুরির নজির তাঁর খুব একটা নজরে পড়েনি। তিনি বলেন, ‘আমার বাড়িতে অনেক মূল্যবান ও দামি জিনিস ছিল। চোর সেই সব নেয়নি। হাতের সামনে পাওয়া কিছু জিনিস নিয়ে চম্পট দিয়েছে।’

Howrah News : মহাবিদ্যা বিফলে! চুরি যাওয়া বাইক নিয়ে তেল ভরাতে এসেই পাকড়াও চোরবাবাজি
কলকাতা পুলিশের অপরাধ দমন বিভাগের যুগ্ম কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তী কাউন্সিলারের বাড়িতে চুরির প্রসঙ্গে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।’ পুলিশের অনুমান এই ঘটনা স্থানীয় নেশাড়ুদের কাজ হতে পারে। চোরের খোঁজে তল্লাশিও শুরু করেছেন গোয়েন্দারা। এলাকার সিসি টিভির ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।

Neem Phooler Madhu : সোনার গণেশ চুরির জেরে চটল সৃজন, চিটিংবাজ চন্দনকে ধরবে পর্ণা?
বালিগঞ্জ প্লেসে সুদর্শনাদের বাড়িতে মাস কয়েক আগে কোনও মেরামতি বা রঙের কাজ হয়েছিল-এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই কাজের জন্য বাড়ির পিছনে একটি বাঁশের ভাড়া ছিল। পুলিশের অনুমান ওই ভাড়া বেয়ে উঠে সুদর্শনাদের বাড়ির দোতলার কোনও ঘরে ঢুকতে পারে চোর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিজাত পাড়া বালিগঞ্জ প্লেসে দিনভর বহিরাগত মাদকাসক্তদের আনাগোনা চলে। সেখানে হামেশাই চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে-এমনটাই অভিযোগ অনের বসিন্দার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *