যে রাস্তাটি দুটি পাড়ার কয়েকশো মানুষ ব্যবহার করেন। দু’দশক আগে স্থানীয় মানুষেরাই নিজেদের ব্যবহারের সুবিধার জন্য জায়গা দান করে মাটির রাস্তা তৈরি করেন। বছর দশেক আগে ওই রাস্তা তৃণমূল সরকার ঢালাই করে দেয়। অভিযোগ, সম্প্রতি এলাকায় ISF ও তৃণমূলের দ্বন্দ্ব মাঝের পাড়ার লোকের রাস্তা বন্ধ করে দিয়েছে।
ফলে মল্লিক পাড়ার লোক মাঝের পাড়ায় অবস্থিত মসজিদে যেতে পারছে না। পালটা মল্লিক পাড়ার ISF সমর্থকরা মাঝের পাড়াকে ‘জব্দ’ করার জন্য তাঁদের পাড়ার রাস্তা আটকে দিয়েছে। ফলে মাঝের পাড়ার লোকেরা নলমুড়ি হাসাপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে পারছেন না। ISF-এর দাবি, রাস্তা নিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করছে।
রাস্তার কিছুটা অংশ দখল করে একজন বাড়ি করে দিয়েছে। অভিযোগ, পরে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আহসান মোল্লা বলেন, “রাস্তা নিয়ে ISF নোংরা রাজনীতি করছে। এভাবে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে অস্বস্তিতে ফেলা ঠিক হচ্ছে না”।
এদিকে, এক ISF সমর্থক ফারুক মোল্লা জানিয়েছেন, “আসল সমস্যা শুরু করেছে তৃণমূল। আমরা উপায় না দেখে রাস্তা বন্ধ করেছি। রাস্তা সবার চলাচলের জন্য। বুঝতে পারছি সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, তৃণমূল যদি রাস্তা খুলে দেয়। আমরাও তাহলে রাস্তা খুলে দেব”।
যদিও এক স্থানীয় বাসিন্দা আব্দুল ওদুদ বিষয়টিকে রাজনৈতিক বলতে রাজি নন। তিনি জানিয়েছেন, “এটা মাঝের পাড়া ও মল্লিক পাড়ার মধ্যেকার বিষয়। এখানে রাজনৈতিক রঙ লাগানো ঠিক নয়। আমরা চাইছি দুই পাড়ার মধ্যে আলোচনায় বসে এই সমস্যা মিটিয়ে নিতে”।