বেঙ্গালুরু যাওয়ার পথে ওডিশায় ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন ওই যুবক। দুর্ঘটনার পর থেকেই যুবকের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের। ফোনেও কোনও যোগাযোগ করা যাচ্ছে না। ফলে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এই বিষয়ে প্রেমিকের মা জানান, “আমার ছেলে বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করত।
বেশ কিছুদিন ধরেই এই কাজ করে সে। আগে যাতায়াতও করেছে। কিন্তু কোনওদিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কালকের পর থেকে না ফোনে পাচ্ছি, না প্রশাসনের থেকে কোনও খবর পাচ্ছি। আমার আবেদন, ছেলেকে ফিরিয়ে দিন আমার কাছে”। অন্যদিকে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন ফরাক্কার আরও এক পরিযায়ী শ্রমিক।
ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকেই কার্যত খোঁজ পাওয়া যাচ্ছে না মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেওয়া ১ পঞ্চায়েতের অন্তর্গত পলাশী এলাকার বাসিন্দা দীপঙ্কর মণ্ডলের। শুক্রবার শ্বশুর বাড়ি থেকে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দীপঙ্কর মণ্ডল।
শুক্রবার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার পর থেকেই ওই ব্যক্তির কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। ইতিমধ্যে পরিবারের লোকজন দীপঙ্কর মণ্ডলের সন্ধানে ওডিশার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে রাজমিস্ত্রি কাজ করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ায় শ্রমিকের পরিবারে কার্যত কান্নার রোল পড়েছে।
দীপঙ্করের এক প্রতিবেশী জানান, “ দীপঙ্কর বেশ কয়েকবছর ধরেই দক্ষিন ভারতে রাজমিস্ত্রির কাজ করেন। অনেকবার যাতায়াত করেছেন ট্রেনে। কিন্তু খোঁজ না পাওয়ার ঘটনা এই প্রথম ঘটল। পরিবার যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে বালেশ্বরে রওনা দিয়েছে। আশা করব সে প্রাণে বেঁচে রয়েছে, সুস্থ রয়েছে”। শুধু এই দুজন নন, মুর্শিদাবাদ জেলা থেকে আরও কিছু মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার খবর জানানো হয়েছে প্রশাসনের তরফে।