Tmc Mp Dev : অভিষেকের সফরের পরেই দায়িত্ব বাড়ছে দেবের, বড় চ্যালেঞ্জ সাংসদের? – tmc mp dev got a new role in party ahead of panchayat election 2023


এবার সাংগঠনিক দায়িত্বও সামলাবেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব? জেলা তৃণমূল সূত্রে অন্তত এমনই খবর। গত প্রায় ৯ বছর ধরে ঘাটালে এসে সভা-সমাবেশ, প্রশাসনিক বৈঠকেও যোগ দিয়েছেন দেব। কিন্তু, এই প্রথম সাংগঠনিক বিষয়ে ঢুকতে চলেছেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের সবর্ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল সফর থেকে সম্প্রতি ঘুরে গিয়েছেন। দলীয় কোন্দল থেকে দলের শৃঙ্খলা নিয়ে বেশ কিছু বিষয়ে তিনি অসন্তুষ্ট হয়েছেন বলেই খবর। তার মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে দল।

দলের একটি সূত্রে খবর, জুনের মাঝামাঝি সময়েই ঘাটালে আসবেন তারকা সাংসদ। এখনও দিন চূড়ান্ত হয়নি। ঘাটালে এসে এবার বুথ ধরে ধরে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে বলেও দলের একটি সূত্রের দাবি।

Awas Yojana Scam: কাটমানি দিয়েও ঘর পাননি দেব-এর ভাই! ‘সালিশি পিছু টাকা’!

জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি এই সময় ডিজিটাল-কে বলেছেন, ‘ এবার থেকে দেব সাংগঠনিক বিষয়ে কিছুটা সময় দেবে সেটাই আমরা জানি। এতে তো ভালোই হবে। এর বেশি সংবাদমাধ্যমে কিছু বলার নেই।’

Sonali Guha : ‘…খেলা হবে’, ডায়মন্ড হারবারের দায়িত্ব পেয়েই অভিষেককে ‘চ্যালেঞ্জ’ সোনালির
২০১৪ সালে প্রথমবার ২ লাখ ৬০ হাজারের বেশি ভোটে জিতেছিলেন তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। যদিও নিজের গ্রাম কেশপুরের মহিষদার বুথেই হেরেছিলেন ‘রাজু’। ২০১৬ সালে কেশপুরে তৃণমূল রেকর্ড ভোট পেয়ে জিতলেও দেবের গ্রাম মহিষদায় ফের হার হয়েছিল ২০১৯ সালেও ভারতী ঘোষকে বিপুল ভোটে হারায় দেব।

Abhishek Banerjee : অধিকারী বাড়ির ৫০০ মিটারের মধ্যেই রাত্রি যাপন! আজ শুভেন্দু গড়ে অভিষেকের নব জোয়ার
প্রসঙ্গত, ঘাটালে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। নব জোয়ার কর্মসূচিতেও শালবনির সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, ‘ঘাটালে সমস্যা আছে। ঘাটাল কে দেখছেন?’ অভিষেকও পরে ঘাটাল ব্লক সভাপতিকে সব পক্ষকে নিয়ে একসঙ্গে চলার নির্দেশ দিয়েছিলেন। জেলা নেতৃত্বও মানছেন, গোষ্ঠী কোন্দলের জন্যই বিধানসভায় ঘাটাল আসনে হার হয়েছে তৃণমূলের। সেই জায়গায় দলের এমন সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঘাটাল সাংগঠনিক জেলা ধরলে কেশপুর-দাসপুরেও রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব সমস্যা। যদিও সব এলাকার সংগঠনই দেব পুরোপুরি দেখবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

প্রবল বৃষ্টিতে জল থইথই ঘাটাল

উল্লেখ্য, সাংসদ দীপক অধিকারী ঘাটাল সাংগঠনিক ক্ষেত্রে সরাসরি যুক্ত না হলেও ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইয়ের সঙ্গে সাংসদ অনুগামীদের ঠান্ডা লড়াই দীর্ঘদিনের। যদিও শঙ্কর আর বিধায়ক নন। দাপটও কমেছে। সম্প্রতি তিনি তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন। ফলে এই মুহূর্তে দেবের সংগঠনে ঢোকা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *