কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা থাকলেও ব্যতিক্রমী কলকাতা। কারণ তিলোত্তমা এদিনও অধরা থাকবে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সোমবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫১ শতাংশ।
আজই স্বস্তি ফেরাবে কালবৈশাখী? দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস?
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অসহনীয় গরম। রীতিমতো ভ্যাপসা হচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যেতে পারে সোমবার।
উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর- এই পাঁচ জেলায় বিকেলের দিকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
একদিকে যেমন এই পাঁচ জেলায় কিছুটা স্বস্তি ফিরিয়ে দিতে পারে ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেমনই দক্ষিণবঙ্গের দুই জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। এই দুই জেলা হল- পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ।
আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতেও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত। সেখানে পাঁচ জেলায় হতে পারে বৃষ্টিপাত, পূর্বাভাস এমনটাই। একইসঙ্গে তিন জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনাও।
কোন কোন পাঁচ জেলায় আজ স্বস্তির বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গের তিন জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। এই তিনটি জেলা হল- উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা।
চলতি মাসেই তিনটি সাইক্লোন?
এই মাসেই তিনটি সাইক্লোন তৈরি হওয়ার কথা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি।