Howrah News : বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল দেহ, রোমহর্ষক ঘটনা বাগনানে – police recovered body from septic tank at bagnan howrah


বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্যকর ঘটনা হাওড়া জেলার বাগনানে। পারিবারিক সম্পত্তি বিভাগকে কেন্দ্র করে ভাইকে খুন করে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ উঠল ভাইদের বিরুদ্ধে। মৃত যুবকের নাম কুতুবউদ্দিন খাঁ(৩২)। ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ।

Coromandel Express : অভিশাপ কাটিয়ে করমণ্ডলের প্রথম যাত্রাতেই বিপত্তি! এসি বন্ধ হয়ে দমবন্ধ অবস্থা যাত্রীদের
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার বাগনান খাদিনান খাঁ-পাড়া এলাকায়। বাগনান থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার ভাইয়ের মধ্যে কুতুবউদ্দিন তৃতীয়। তাদের পারিবারিক কাঠের ব্যবসা আছে। কুতুবউদ্দিন মানসিক ভারসাম্যহীন হওয়ায় অন্য দুই ভাই ব্যবসা দেখাশোনা করত।

World Environment Day : &amp#39;পরিবেশকে বাঁচাতেই হবে…&amp#39;, জমানো টাকা দিয়ে ১০০ গাছের চারা কিনে বিতরণ হাওড়ার অনুসুয়ার
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুতুবউদ্দিনের অন্য ভাইরা তাকে চেন দিয়ে বেঁধে রাখত। স্থানীয় সূত্রে খবর, গত দুই তিন দিন ধরে কুতুবউদ্দিনকে বাড়িতে দেখা যাচ্ছিল না। এর মধ্যে বুধবার সকালে তার ভাইরা রটিয়ে দেয় কুতুবুদ্দিন ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। যদিও তাদের এই বক্তব্য স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস হয় না। দুই ভাইকে দোকান খোলার জন্য চাপ দেয় তারা।
তবে দোকান খুললেও কুতুবুদ্দিনের খোঁজ পাওয়া যায় না। অন্যদিকে, দোকানের পিছন দিকে থাকা একটি সেপটিক ট্যাঙ্কের ঢাকনা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তারা সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুললে ভিতরে কুতুবউদ্দিনের মৃতদেহ দেখতে পায়। এদিকে এই ঘটনার পর এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। খবর দেওয়া হয় থানায়।

Howrah Station : আহতদের নিয়ে হাওড়ায় এসে পৌঁছল উদ্ধারকারী ট্রেন, প্রস্তুত মেডিক্যাল টিম
অভিযুক্তদের দোকান ও বাইক ভাঙচুর করে তারা। রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে বাগনান থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সম্পত্তি বিবাদের জেনেই কুতুবউদ্দিনকে তার ভাইরা খুন করেছে। বিষয়টি নিয়ে আসল সত্যি সবার সামনে বেরিয়ে আসুক, সে ব্যাপারে পুলিশের কাছে আর্জি জানান স্থানীয় বাসিন্দারা।

Coromandel Express: ‘পেটের জ্বালা বড় জ্বালা’, অভিশপ্ত স্মৃতির পাশ কাটিয়ে ফের করমণ্ডল সফর

অন্যদিকে, মৃত কুতুবউদ্দিনের স্ত্রী শাবানা বেগম অভিযোগ করেন দেওররা ওর ভাগের সম্পত্তি বিক্রি করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ওকে চাপ দিচ্ছিল। যদিও আমার স্বামী তাতে রাজি না হয় তাকে হামেশাই মারধর করত। এমনকি এর আগেও কুতুবউদ্দিনকে মেরে দেওয়ার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করেন শাবানা বেগম। তিনি অভিযুক্ত দুজনের কঠোর শাস্তির দাবি করেন। বাগনান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *