এই সময়, ঝাড়গ্রাম: গড় শালবনিতে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত বিজেপি কর্মী ধনঞ্জয় মাহাতো ওরফে জয়কে হেফাজতে নিয়ে তাঁর বাড়ি থেকে বিজেপির পতাকা, বিজেপি নেতাদের ছবি দেওয়া গেঞ্জি এবং কুড়মি সমাজের রসিদ বই উদ্ধার করল সিআইডি।
ছ’দিনের সিআইডি হেফাজত শেষে মঙ্গলবার জয়কে ঝাড়গ্রামের প্রথম অতিরিক্তি জেলা ও দায়রা বিচারকের এজলাসে তোলা হয়। এদিন আদালতে সিআইডির তদন্তকারী অফিসার জানিয়েছেন, জয়ের বাড়ি থেকে বিজেপি নেতাদের গেঞ্জি, একটি হলুদ রঙের গামছা, কুড়মি সমাজের নামাঙ্কিত একটি চাঁদার বই বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ মোট ন’জনকে আদালতে হাজির করার কথা থাকলেও সমস্যার কারণে তা হয়নি। ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারের সুপার নিরঞ্জন সাহা ঝাড়গ্রাম শহরে কুড়মিদের সভার কারণে জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধার কথা উল্লেখ করে আদালতে তাঁদের হাজির করানোর জন্য একদিন পিছিয়ে দেওয়ার আবেদন করেন।
জেল সুপারের আবেদন মঞ্জুর করেছেন বিচারক। সিআইডি হেফাজতের আবেদনের শুনানির জন্য রাজেশ মাহাতো সহ ন’জনকে আজ বুধবার আদালতে তোলা হবে।