Rain In Kolkata : ক্ষণিকের স্বস্তি না বর্ষার প্রবেশ, কলকাতায় কতদিন চলবে বৃষ্টি? – kolkata is witnessing heavy rainfall today when will monsoon enter into west bengal


অবশেষে স্বস্তি! গরম, ঘাম, ক্লান্তি ধুয়িয়ে দিল ভারী বৃষ্টি! বৃহস্পতিবারই কেরালাতে প্রবেশ করেছে বর্ষা। এখনও রাজ্যে বর্ষা প্রবেশ করেনি। কিন্তু, গত এক সপ্তাহ ধরে রীতিমতো গরমে আইঢাই করছিল সাধারণ মানুষ। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই হয়েছিল।

স্বস্তির খোঁজে বৃষ্টির জন্য চাতকপাখির মতো প্রতীক্ষা করছিল রাজ্যবাসী। শুক্রবার সকাল থেকেই ভ্যাপসা গরম ছিল কলকাতায়। কিন্তু, ৩টের পর থেকে আচমকা ‘মুড সুইং’ আবহাওয়ার। কালো মেঘ দেখেই আশায় বুক বাঁধতে শুরু করেছিল শহরবাসী। তবে এই মেঘ ‘মরিচীকা’ নয় তো? প্রশ্ন ছিল অনেকেরই মনে। কিন্তু, প্রশ্ন, অস্বস্তিতে প্রলেপ লাগিয়ে ঝম ঝম করে বৃষ্টি নামল কলকাতায়।

Rain In Kolkata : কলকাতায় ক্ষণিকের স্বস্তি, কতক্ষণ চলবে বৃষ্টিপাত? জবাব হাওয়া অফিসের
এই বৃষ্টি কি প্রাক বর্ষণ? এখনও এই প্রশ্নের কোনও জবাব দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। উল্লেখ্য, আগামী ১১ জুনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানা গিয়েছে। ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া?
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলি হল- পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে আগামী পাঁচদিন হতে পারে হালকা বৃষ্টিপাত। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভবনাও থাকছে। তবে কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল- পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম।

Darjeeling Weather Today Rain : দার্জিলিঙে তাপপ্রবাহের সম্ভাবনা, আজ ৩ জেলায় স্বস্তির বৃষ্টি
কলকাতায় ফিরল স্বস্তি…

কলকাতায় গত কয়েকদিন ধরেই অস্বস্তিকর আবহাওয়া বজায় ছিল। তাপমাত্রা চড়ছিল হু হু করে। একইসঙ্গে অস্বস্তি বাড়াচ্ছিল আপেক্ষিক আর্দ্রতা। এদিন সকালের আবহাওয়া দফতরের পূর্বাভাস মোতাবেক, তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ছিল ৩৬ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ শতাংশ। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ শতাংশ এবং এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ।

Rainfall Forecast : ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়! আজ ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গে টানা বৃষ্টি?
উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে স্বস্তির বৃষ্টি। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের জেরে স্বস্তি ফিরবে। তবে বঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা? তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *