রাজ্যে বর্ষা কবে? হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যেই কেরালায় তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তর পূর্ব ভারতেও ঢুকেছে বর্ষা। অসমে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার পশ্চিমবঙ্গের পালা। সোমবার থেকেই প্রবেশ করবে মৌসুমী বায়ু ফলে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে আর বেশি দেরি নেই বলেই মনে করা হচ্ছে।
তার আগে অবশ্য রবিবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টার ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। সোমবার থেকে এই তিন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পঙেও। এই বৃষ্টিপাত চলছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
Rain In Kolkata : ক্ষণিকের স্বস্তি না বর্ষার প্রবেশ, কলকাতায় কতদিন চলবে বৃষ্টি?ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা? তবে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ কিন্তু এখনই তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাচ্ছে না। সোমবার থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে। মঙ্গলবার পর্যন্ত সেখান আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বাকি জেলাগুলিতে অবশ্য বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
কলকাতায় ঝেঁপে ঝড়-বৃষ্টি এদিকে, কলকাতা শহরেও আকাশ মেঘলা। গুমোট ও অস্বস্তিকর ভাব বজায় রয়েছে। তবে রবিবার সেই অস্বস্তি কিছুটা কাটতে চলেছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়।
জানা গিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা নিম্নচাপরূপে আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশে প্রবেশ করবে। রবিবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়াতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭২ থেকে ৮৮ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টিপাত হয়নি।