Panchayat Election 2023 : অপ্রীতিকর ঘটনা ছাড়াই মালদায় চলছে মনোনয়ন, প্রশাসনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ BJP-র – panchayat election nomination submission is going on malda without untoward incident


Malda News : পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পর্বের চতুর্থ দিনেও পুরাতন মালদায় তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটল না৷ মঙ্গলবার দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন উত্তর মালদার BJP সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্য নেতৃত্ব৷ প্রার্থীদের সঙ্গে মিছিল করে তাঁরা পুরাতন মালদা BDO অফিসে উপস্থিত হন৷

Panchayat Election 2023 : ফের মনোনয়ন জমায় বাধার অভিযোগ! রাস্তায় বসলেন সৌমিত্র খাঁ, ব্যাপক বিক্ষোভ বিষ্ণুপুরে
সাংসদ অভিযোগ করেন, “প্রশাসন এখন শাসক দলের ভূমিকা নিয়েছে৷” এদিন সাংসদ খগেন মুর্মু সংবাদমাধ্যমকে বলেন, “পুরাতন মালদায় মনোনয়ন প্রক্রিয়া ঠিকমতো চললেও হবিবপুর ব্লকের রিটার্নিং অফিসার তথা BDO ফতোয়া জারি করেছেন, প্রার্থীদের সঙ্গে তাঁদের পোলিং এজেন্টকেও সমস্ত নথিপত্র জমা দিতে হবে৷
এটা আবার কোন সিদ্ধান্ত! নির্বাচন কমিশন কি তাঁকে এই ফতোয়া জারি করার অনুমতি দিয়েছে? আমি এখনই হবিবপুর যাচ্ছি৷ BJP-কে রুখতে, BJP প্রার্থীদের মনোনয়ন রুখতে তৃণমূল এখন প্রশাসনকে কাজে লাগাচ্ছে৷ ওরা আর মানুষ পাচ্ছে না৷ গুণ্ডারাও এখন ঘরে ঢুকে গিয়েছে৷ প্রশাসনই ওদের এখন একমাত্র সম্বল৷ তৃণমূলকে জবাব দিতে মানুষ রাস্তায় নেমে পড়েছেন।”

Panchayat Election : মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিষ্ণুপুরে অবস্থান বিক্ষোভে BJP
এই বিষয়ে তৃণমূল পালটা কটাক্ষ করেছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসু জানান, “সাংসদ খগেন মুর্মু তিনি যে অভিযোগ করেছেন BDO-র বিষয়ে এই বিষয়ে আমাদের কাছে কোনও খবর নেই। তবে এই প্রেক্ষিতে বলি নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। BDO কোনও আইন তৈরি করতে পারেন না। এজেন্টের কথাটি অবাস্তব কথা। আসলে সাংসদ খগেন মুর্মু তিনি তাঁর এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। আসলে BJP কোনও প্রার্থী পাচ্ছে না। BDO সাহেবের বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো মিথ্যা কথা। এসব কথা বলে তিনি রাজনৈতিকভাবে মালদাকে গরম করছেন।”

Saumitra Khan : ‘এই সরকারের আমলে স্বচ্ছ নির্বাচন হওয়া অসম্ভব…’, ফের তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধার অভিযোগ তুলে ধরনায় সৌমিত্র খাঁ
প্রসঙ্গত উল্লেখ্য, এই ধরনের কোনও নিয়মের কথা নির্বাচন কমিশন না বললেও এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কিছু নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তার উপযুক্ত কারণ দেখাতে হবে, সোমবার এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Panchayat Election 2023 : গাজোয়ারি রুখতে কমিশনের দাওয়াই, মনোনয়ন প্রত্যাহারে কারণ দর্শানো বাধ্যতামূলক
এই বিষয়ে মালদা জেলাশাসককেও চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পঞ্চায়েত ভোটে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরও কেউ যদি তা প্রত্যাহার করতে চান, সেক্ষেত্রে কী কারণে মনোনয়ন তুলে নিতে চাইছেন, তা সংশ্লিষ্ট প্রার্থীকে জানাতে হবে। আদালত জানিয়েছে, মনোনয়ন পেশে বাধা দেওয়া এবং নিরাপত্তার বিষয়টি কমিশনকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *